রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ | ২ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ইলন মাস্কের সঙ্গে বৈঠকের কথা নাকচ করেছে ইরান

ছবি: সংগৃহীত

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের বৈঠকের খবর 'স্পষ্টভাবে' নাকচ করে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এই তথ্য জানিয়েছেন, যা রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কিছু যুক্তরাষ্ট্রীয় সংবাদমাধ্যম জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইলন মাস্কের বৈঠক নিয়ে রিপোর্ট করেছে, তবে তা 'স্পষ্টভাবে' প্রত্যাখ্যান করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদমাধ্যমগুলো ব্যাপকভাবে এই খবর প্রকাশ করায় ইরান বিস্ময় প্রকাশ করেছে।

গত বৃহস্পতিবার, যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপত্র নিউইয়র্ক টাইমস-এর একটি প্রতিবেদনে বলা হয়, ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে গত সোমবার বৈঠক করেছেন।

Header Ad

বন্ধু ছাঁটাই করার দিন আজ

ছবি: সংগৃহীত

বর্তমানে অবসর সময়ে আমাদের দৈনন্দিন জীবনযাপনের একটি বড় অংশ হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। যেমন ফেসবুক, ইউটিউব, ইন্সটাগ্রাম ইত্যাদি। আজকাল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর।

এই প্ল্যাটফর্মে পরিচিত বা অপরিচিত সবার সঙ্গে সহজেই বন্ধুত্ব করা যায়। আবার এই তালিকায় যুক্ত থাকে অনেক বিরক্তিকর ও অপছন্দের মানুষ। সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ড লিস্টের (বন্ধু তালিকা) স্ক্রল করলে দেখা যাবে, সেখানে এমন অনেক ব্যক্তি আছেন যাদের আপনি চেনেন না।

কাজের ব্যস্ততায়, আলসেমি, চক্ষু লজ্জায় কিংবা অন্য কোনো কারণে তাদের বন্ধু তালিকা থেকে ছাঁটাই করতে পারছেন না। তাহলে আজকের দিনটি আপনার জন্য। কারণ, আজ (১৭ নভেম্বর) আনফ্রেন্ড দিবস।

২০১৪ সালে কৌতুক অভিনেতা জিমি কিমেল ‘আনফ্রেন্ড ডে’ বা ‘বন্ধু ছাঁটাই করার দিন’ প্রতিষ্ঠা করেন। দিনটি প্রচলনের উদ্দেশ্য ছিলো সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ও বিরক্তিকর ব্যক্তিকে বন্ধু তালিকা থেকে বাদ দেয়া।

বন্ধু বা ফ্রেন্ড শব্দটি অনেক আগে থেকেই আমাদের খুব পরিচিত একটি শব্দ। বলতে গেলে শত বছরের প্রচলিত একটি শব্দ। কিন্তু, ‘আনফ্রেন্ড’ শব্দটির সঙ্গে আমাদের পরিচয় হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের বদৌলতে। অক্সফোর্ড ডিকশনারির ২০০৯ সালের সেরা শব্দ ছিল ‘আনফ্রেন্ড’। যার সংজ্ঞা হলো- ফেসবুকের মতো সামাজিক নেটওয়ার্কিং সাইটে কাউকে ‘বন্ধু’ তালিকা থেকে বাদ দেয়া।

‘আনফ্রেন্ড দিবস’ বিশ্বের অনেক দেশেই পালন করা হয় আনন্দের সঙ্গে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এ দিবস নিয়ে নানা স্ট্যাটাস এবং লেখালেখি চোখে পড়ে।

উল্লেখ্য, অনেক ব্যক্তি আছে যারা অহেতুক অপ্রয়োজনীয় ম্যাসেজ পাঠিয়ে বিরক্ত করেন। বাজে কমেন্ট করেন। চাইলে এমন ব্যক্তিদের আজকে আনফ্রেন্ড করতে পারেন। বাজে, অপ্রয়োজনীয় ব্যক্তিদের বন্ধুতালিকা থেকে বাদ দেওয়ার মাধ্যমে উদযাপন করুন আজকের দিনটি।

Header Ad

বিমানবন্দর থেকে দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান গ্রেফতার

দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান গ্রেফতার। ছবি: সংগৃহীত

বৈষম্য বিরোধী আন্দোলনের এক হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান।

শনিবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানা পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, শনিবার রাতে বিমানবন্দর থেকে আরিফ হাসানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে।

ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দেশ ত্যাগের সময় গ্রেফতার করা হয়েছে আরিফ হাসানকে। পরে তাকে ডিবি পুলিশের মিন্টু রোডস্থ কার্যালয়ে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরিফ হাসান দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক ও এ্যাটকোর সাধারণ সম্পাদক।

Header Ad

মাওলানা ভাসানী সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের প্রেরণাদাতা: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। সাম্রাজ্যবাদ, ঔপনিবেশবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামে তিনি ছিলেন এক অদম্য প্রবাদ পুরুষ।

রোববার (১৭ নভেম্বর) মজলুম জননেতার ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে দেওয়া এক পোস্টে তারেক রহমান বলেন, “মজলুম জননেতা মাওলানা ভাসানী দেশমাতৃকার মুক্তির পথপ্রদর্শক হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার অগাধ দেশপ্রেম ও শোষিতের পক্ষে অবস্থান ছিল আমাদের জন্য প্রেরণাদায়ী। তিনি মানুষের অধিকার আদায়ে দৃঢ় নেতৃত্ব দিয়েছেন এবং জাতিকে সাহস যুগিয়েছেন।”

তারেক রহমান আরও উল্লেখ করেন, ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে উপমহাদেশের নিপীড়িত-নির্যাতিত মানুষের অধিকার আদায়ে মাওলানা ভাসানী ছিলেন আপসহীন। তার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং কৃষক-শ্রমিক-মেহনতি জনতার অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়েছে।

তিনি বলেন, “তার নির্ভীক ও বলিষ্ঠ নেতৃত্ব শোষণের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিল। তার প্রতিবাদী কণ্ঠে অত্যাচারী শাসকগোষ্ঠীর ভিত কেঁপে উঠত। দেশের ভয়াবহ সংকটময় সময়গুলোতে তিনি সবসময় জনস্বার্থকে প্রাধান্য দিয়েছেন। এ কারণেই জনগণের মধ্যে তিনি আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে ওঠেন।”

তারেক রহমান আরও বলেন, “মাওলানা ভাসানী সবসময় অসহায় মানুষের পক্ষে কথা বলেছেন এবং গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে অটল থেকেছেন। তার আদর্শ আমাদের জন্য যুগ যুগ ধরে প্রেরণা হয়ে থাকবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র সুরক্ষায় তার অবদান আমাদের জাতিকে পথ দেখাবে।”

তিনি বলেন, “তার নিরলস সংগ্রামের মাধ্যমে শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। তার হুংকারে অত্যাচারীরা বারবার পরাজিত হয়েছে। এমন একজন আদর্শিক নেতা চিরকাল আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।”

তারেক রহমান তার পোস্টে মাওলানা ভাসানীর রুহের মাগফিরাত কামনা করে বলেন, “মাওলানা ভাসানীর মতো মহান নেতার আদর্শকে সঠিকভাবে অনুসরণ করতে পারলে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।”

Header Ad

সর্বশেষ সংবাদ

বন্ধু ছাঁটাই করার দিন আজ
বিমানবন্দর থেকে দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান গ্রেফতার
মাওলানা ভাসানী সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের প্রেরণাদাতা: তারেক রহমান
ইসরায়েলের পাঁচ সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা
পরীক্ষায় ফেলের হতাশা থেকে স্কুলে হামলা, নিহত ৮
মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ
উত্তরের জনপদে শীতের আমেজ, পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রি সেলসিয়াস
নতুন প্রেমে মজেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা
এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত অস্ট্রেলিয়ার
ইলন মাস্কের সঙ্গে বৈঠকের কথা নাকচ করেছে ইরান
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ইসলামি বক্তা আব্দুল হাই সাইফুল্লাহ
পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৭ সেনা নিহত
বাংলাদেশের দুটি কিডনিই খেয়ে ফেলা হয়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য
গণঅভ্যুত্থানে আহত কাজলকে থাইল্যান্ড পাঠানো হচ্ছে
বাচ্চারা জীবন দেয় আর মুরব্বিরা পদ ভাগাভাগি করেন: হাসনাত আবদুল্লাহ
‘ভূ-রাজনৈতিক স্বার্থের আবর্তে আটকে বাংলাদেশ, রোহিঙ্গা সংকট সমাধানে প্রতিবেশীদের অনাগ্রহ’
মণিপুরে রণক্ষেত্র, ইন্টারনেট পরিষেবা বন্ধ
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের রোমাঞ্চকর জয়
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল
২১ নভেম্বর ঢাকা সেনানিবাস এলাকায় যান চলাচল সীমিত থাকবে