রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ | ২ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৭ সেনা নিহত

ছবি: সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদীরা একটি আধাসামরিক সীমান্ত চৌকিতে হামলা চালিয়ে সাতজন সেনাকে হত্যা করেছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সংবাদমাধ্যমটি বলছে, স্থানীয় পুলিশ জানিয়েছে, শনিবার (১৬ নভেম্বর) ভোরে বেলুচিস্তান প্রদেশের কালাত জেলায় এই হামলা হয়।

প্রায় কয়েক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে বাহিনীর আরও ১৮ জন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই হামলার নিন্দা জানিয়েছেন।

হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি (বিএলএ)। গোষ্ঠীটি এক ইমেইলে দাবি করেছে, তাদের যোদ্ধারাই এই হামলা চালায়। সাম্প্রতিক সময়ে নিজেদের কার্যক্রম তীব্রতর করেছে বিএলএ।

Header Ad

উত্তরের জনপদে শীতের আমেজ, পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রি সেলসিয়াস

ছবি: সংগৃহীত

উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের প্রকোপ দিন দিন বাড়ছে। হিমালয়ের কাছাকাছি অবস্থানের কারণে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এখানে শীতের আগমন অনেক আগে থেকেই টের পাওয়া যায়। ঘন কুয়াশায় আচ্ছন্ন পঞ্চগড়ের জনপদ যেন শীতের আগমনী বার্তায় সিক্ত।

রবিবার সকালে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছে, পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানিয়েছেন, কয়েকদিন ধরেই তাপমাত্রার ধারা নিম্নমুখী। সামনের দিনগুলোতে এই তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।

সকালের সূর্য ওঠার পরেও ঘন কুয়াশার কারণে উষ্ণতা ছড়াতে পারছে না। হিম বাতাস আর শিশিরে শীতের অনুভূতি তীব্র হচ্ছে। হালকা কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতি যেন শীতের আগমনী পরিবেশকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে। সবুজ ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দু সূর্যের আলোয় ঝলমল করে উঠছে।

স্থানীয়দের মতে, সন্ধ্যার পর থেকেই হিমেল হাওয়ার দাপট বাড়ছে। রাতে কাঁথা-মুড়ি দিয়ে ঘুমাতে হচ্ছে। বরফে ঢাকা হিমালয়ের কাছাকাছি হওয়ায় পঞ্চগড় এবং এর আশেপাশের এলাকায় শীতের প্রভাব বেশি। নভেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই অঞ্চলে শীতের প্রকোপ চরমে থাকে।

শীতের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন লেপ-তোষক তৈরির কারিগররা। শীতের আগমনের দু-এক মাস আগে থেকেই তাদের কর্মব্যস্ততা বেড়ে যায়। একইসঙ্গে বাজারে শীতের কাপড়ের চাহিদাও বেড়েছে। দোকানে দোকানে নতুন শীতের পোশাক তোলার কাজ চলছে।

এদিকে, কৃষকরাও শীতকে উপেক্ষা করে ধানক্ষেতে কাজ করছেন। মাঠে শিশির ভেজা প্রকৃতি আর হিমেল বাতাসের মধ্যেই তারা তাদের দৈনন্দিন কাজ সম্পন্ন করছেন। প্রকৃতির এই মনোমুগ্ধকর পরিবেশের সঙ্গে শীতের তীব্রতাও দিন দিন বাড়ছে।

পঞ্চগড়ের শীত শুধু প্রকৃতির পরিবর্তন নয়, স্থানীয় বাসিন্দাদের জন্য নতুন প্রস্তুতির বার্তা। শীতের সকালের এই পরিবেশ উপভোগ করার পাশাপাশি শীত মোকাবিলায় নানা প্রস্তুতিও শুরু হয়েছে।

Header Ad

নতুন প্রেমে মজেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। অভিনয়ের পাশাপাশি লেখালেখি, ছবি আঁকা ও নাচসহ বহু গুণে গুণান্বিত তিনি। তবে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে দু’মুখো আচরণের কারণে সমালোচিত হয়েছেন এই অভিনেত্রী।

এরপর থেকেই অনেকটা আড়ালে চলে যান ভাবনা। তেমন একটা দেখা যাচ্ছিল না তাকে। বর্তমানে আড়াল ভেঙে ফের সবর হচ্ছেন কাজে। বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি ফেসবুকেও লিখে যাচ্ছেন নানা কথা। প্রকাশ করছেন নিজের আঁকা নানা ছবি ও কাজের তথ্য।

 

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছবি: সংগৃহীত

তারই ধারাবাহিকতায় শুক্রবার (১৫ নভেম্বর) একটি অনুষ্ঠানে অংশ নেন ভাবনা। এ সময় অতিথিদের সামনে তুলে ধরেন নতুন প্রেমের কথা। জানান, ছবি আঁকতে গিয়েই এবার সবুজ রঙের প্রেমে পড়েছেন তিনি।

ভাবনা বলেন, ইদানীং সবুজ রঙের প্রেমে পড়ছি। তাই গাছপালা, প্রকৃতির ছবি আঁকছি৷ তবে ব্যক্তি প্রেমে পড়তে চাই না।

ভাবনা জানান, ২০২৫ সালের বইমেলায় প্রকাশ হবে তার নতুন আরও একটি বই। নাম ‘আমার কোন বন্ধু ছিল না’। তবে এটি কবিতা, গল্প না উপন্যাস সে বিষয়ে বিস্তারিত জানাননি এই অভিনেত্রী।

 

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছবি: সংগৃহীত

এদিকে ভাবনা সবশেষ যুক্ত হয়েছেন ‘আলতাবানু জোছনা দেখেনি’ নামের সিনেমায়। হিমু আকরামের পরিচালনায় এতে জুলেখা চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। সিনেমাতে আরও থাকছেন কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি ও ঢাকার অভিনেতা শরিফুল রাজ।

Header Ad

এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত অস্ট্রেলিয়ার

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার পেসারদের মধ্যে সেরা বোলিংয়ের রেকর্ড এতদিন ছিল জেমস ফকনারের। গতকাল দুর্দান্ত পারফরম্যান্সে তাকে টপকে গেলেন স্পেন্সার জনসন। তার নতুন কীর্তির কল্যাণে পাকিস্তানকে আবার হারিয়ে সিরিজ নিজেদের করে নিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ১৩ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া।

শনিবার (১৬ নভেম্বর) আগে ব্যাট করতে নেমে পাকিস্তানকে ১৪৮ রানের লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে ২ বল হাতে থাকতে ১৩৪ রানে অলআউট হয় সফরকারীরা। এতে ১৩ রানের জয় পায় অজিরা।

 

ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি পাক ব্যাটাররা। বাবর আজম ৩ রান করে আউট হলে শূন্য রান করে তাকে সঙ্গ দেন সালমান আঘা। পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ৩০ রান তুলতে পারে পাকিস্তান।

অধিনায়ক রিজওয়ান ওপেনিংয়ে নেমে ২৬ বল খেলে করেন মাত্র ১৬ রান। পরের দিকে উসমান খান ৩৮ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ৫২ রানের ইনিংস খেলে জয়ের আশা জাগিয়েছিলেন।

কিন্তু উসমান ফেরার পর পাকিস্তান লড়াই থেকে ছিটকে পড়ে। এক প্রান্ত ধরে শেষ ওভার পর্যন্ত লড়াই করে গেছেন ইরফান খান। কিন্তু তার ২৮ বলের অপরাজিত ৩৮ রানের ইনিংসটি কোনো কাজে আসেনি। ২ বল বাকি থাকতে ১৩৪ রানে অলআউট হয় পাকিস্তান।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকার করেন স্পেনসার জনসন। এ ছাড়াও অ্যাডাম জাম্পা দুটি এবং জেভিয়ার বার্টলেট নেন এক উইকেট।

 

ছবি: সংগৃহীত

এর আগে টস জিতে ব্যাট করতে উড়ন্ত সূচনা করেছিল দুই অজি ওপেনার ম্যাথিউ শর্ট এবং জ্যাক ফ্রেসার-ম্যাকগ্রাক। দুজনে ২২ বলে ৫২ রানের জুটি গড়েন। ৯ বলে ২০ রান করে ম্যাকগ্রাক আউট হলে শূন্য রান করে তাকে সঙ্গ দেন জস ইংলিশ। আর ৩২ রান করে বোল্ড আউট হন শর্ট।

এরপরই রানের গতি কমতে থাকলে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৭ রানের লড়াকু পুঁজি পায় অস্ট্রেলিয়া।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন হারিস রাউফ। এ ছাড়াও আব্বাস আফ্রিদি তিনটি এবং সুফিয়ান মুকিম নেন দুই উইকেট।

Header Ad

সর্বশেষ সংবাদ

উত্তরের জনপদে শীতের আমেজ, পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রি সেলসিয়াস
নতুন প্রেমে মজেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা
এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত অস্ট্রেলিয়ার
ইলন মাস্কের সঙ্গে বৈঠকের কথা নাকচ করেছে ইরান
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ইসলামি বক্তা আব্দুল হাই সাইফুল্লাহ
পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৭ সেনা নিহত
বাংলাদেশের দুটি কিডনিই খেয়ে ফেলা হয়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য
গণঅভ্যুত্থানে আহত কাজলকে থাইল্যান্ড পাঠানো হচ্ছে
বাচ্চারা জীবন দেয় আর মুরব্বিরা পদ ভাগাভাগি করেন: হাসনাত আবদুল্লাহ
‘ভূ-রাজনৈতিক স্বার্থের আবর্তে আটকে বাংলাদেশ, রোহিঙ্গা সংকট সমাধানে প্রতিবেশীদের অনাগ্রহ’
মণিপুরে রণক্ষেত্র, ইন্টারনেট পরিষেবা বন্ধ
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের রোমাঞ্চকর জয়
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল
২১ নভেম্বর ঢাকা সেনানিবাস এলাকায় যান চলাচল সীমিত থাকবে
সরকার পরিচালনায় অদক্ষতা জনগণ মেনে নেবে না: তারেক রহমান
ভবিষ্যতে কেউ টাকা পাচার করলে ধরা পড়বে: অর্থ উপদেষ্টা
এখনই সন্তান নিতে চাননি কাঞ্চন, শোনেননি শ্রীময়ী
যত দ্রুত নির্বাচন, ততই জনগণের কল্যাণ: মির্জা ফখরুল
টিকটকার মুন্নি হত্যা: গণধর্ষণের পর হত্যার প্রকৃত রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২
আফ্রিদির বিয়ের পর দীঘি বললেন ‘আল্লাহ বাঁচিয়েছে’