দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ: বন্ধ প্রাইমারি স্কুল, অনলাইনে পাঠদান
ছবি: সংগৃহীত
ভারতের রাজধানী নয়াদিল্লি শীত মৌসুম শুরুর আগেই মারাত্মক বায়ুদূষণের কবলে পড়েছে। বায়ুর মান ক্রমাগত ‘খুব খারাপ’ পর্যায়ে নেমে যাওয়ায় শুক্রবার (১৫ নভেম্বর) থেকে সব প্রাইমারি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে শিক্ষার্থীদের পাঠদান অনলাইনে চালু থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
ভারতের রাজধানীর মুখ্যমন্ত্রী অতিশি মারলেনা সিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ (পূর্বের টুইটার) পোস্ট করে বলেন, “নয়াদিল্লি শহরজুড়ে ঘন ধোঁয়াশার কারণে প্রাথমিক শিক্ষার্থীদের সুরক্ষার কথা বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।”
দিল্লির পাশাপাশি নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম ও ফরিদাবাদেও বায়ুদূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। এসব অঞ্চলে দৃশ্যমানতা কমে ৫০০ থেকে ৮০০ মিটারে নেমে এসেছে, যা যানবাহন ও বিমান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি করছে।
বায়ুদূষণের কারণে প্রতিদিন বহু মানুষ নানা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। সমীক্ষায় দেখা গেছে, প্রতি ৭-১০টি পরিবারের মধ্যে অন্তত একজন সদস্য গলাব্যথা, কাশি, চোখে জ্বালাপোড়া এবং নাক দিয়ে পানি পড়ার মতো উপসর্গে ভুগছেন। চিকিৎসকরা বলছেন, দীর্ঘমেয়াদে এই দূষণ শ্বাসযন্ত্রের জটিল সমস্যা ও অন্যান্য স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে।
ধোঁয়াশা কমাতে দিল্লি সরকার বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। যানবাহনের চলাচলে নিষেধাজ্ঞা, নির্মাণকাজ স্থগিত রাখা, এবং রাস্তা ভেজাতে নিয়মিত পানি ছিটানোর মতো কার্যক্রম শুরু হয়েছে।
বায়ুদূষণ নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নিলে দিল্লির পরিবেশ ও জনস্বাস্থ্যে দীর্ঘমেয়াদি সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সূত্র: ইন্ডিয়া টুডে।