হিজবুল্লাহর ভয়ে বাংকারেই অফিস করছেন নেতানিয়াহু, পেছালেন ছেলের বিয়ে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিগত প্রায় মাস খানেক সময় ধরে নিজের কার্যালয়ের বাংকারেই (ভূগর্ভস্থ কক্ষ) অফিস করছেন। গত ১৯ অক্টোবর ভূমধ্যসাগরের উপকূলবর্তী শহর সিজারিয়ায় অবস্থিত তাঁর বাড়িতে হিজবুল্লাহর ড্রোন হামলার পর থেকেই তিনি ভূগর্ভস্থ ব্যাপক সুরক্ষিত কামরায় অফিস করছেন। এমনকি নিরাপত্তা সংকটে নিজের ছেলে আভনের বিয়ের তারিখও পিছিয়েছেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ ও টাইমস অব ইসরায়েল সূত্রে জানা গেছে, ১৯ অক্টোবর হিজবুল্লাহ একটি ড্রোন হামলা চালায় নেতানিয়াহুর বাড়ির ওপর। হামলায় বাড়ির একটি কক্ষের জানালার কাঁচ ভেঙে যায়। তবে সেসময় বাড়িতে নেতানিয়াহু বা তার পরিবার কেউ ছিলেন না। হামলার পর থেকেই নেতানিয়াহুর নিরাপত্তার শঙ্কা বেড়ে গেছে।
হামলার পর থেকে নেতানিয়াহু তার প্রধানমন্ত্রীর অফিসের স্বাভাবিক কক্ষে কাজ করছেন না। এখন তিনি তার কার্যালয়ের ভূগর্ভস্থ কক্ষে বা বাংকারে অফিস করছেন। তিনি তার সহকর্মীদের জানিয়েছেন, ড্রোন ও অন্যান্য হামলার ঝুঁকি থাকায় তাকে নিরাপদ একটি কক্ষে থাকতে বলা হয়েছে এবং পরিচিত স্থানে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে।
নতুন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কারণে, ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠকও এখন অন্য স্থানে অনুষ্ঠিত হচ্ছে। এমনকি, নেতানিয়াহুর ছেলে আভনের বিয়ের তারিখও এখন পরিবর্তন করা হয়েছে। তবে, বিয়েটি শিগগিরই অনুষ্ঠিত হচ্ছে না বলে জানা গেছে।
এদিকে, নেতানিয়াহুর বিরুদ্ধে বর্তমানে তিনটি দুর্নীতি মামলা চলমান। এই মামলাগুলোর শুনানির জন্য আদালতে যেতে পারছেন না তিনি, কারণ আদালতে নিরাপত্তার ব্যবস্থা নেই। তাই তার আইনজীবীরা তার সাক্ষ্য দেওয়ার সময় পিছিয়ে দেওয়ার আবেদন করেছেন।