ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বরখাস্ত: স্থলাভিষিক্ত হলেন ইসরায়েল কাটজ
ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। ছবি: সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় পারস্পরিক বিশ্বাসের ঘাটতিকে কারণ হিসেবে উল্লেখ করে এ বরখাস্তের আদেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকাশিত এক চিঠিতে জানানো হয়, গ্যালান্টের বরখাস্তের সিদ্ধান্তটি কার্যকর হবে চিঠি প্রাপ্তির ৪৮ ঘণ্টা পর।
ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানায়, প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে ইয়োভ গ্যালান্টের স্থলাভিষিক্ত হবেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাটজের স্থলাভিষিক্ত হবেন গিডিয়ন সার।
নেতানিয়াহুর পাঠানো সংক্ষিপ্ত চিঠির শেষে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে গ্যালান্টের সেবার জন্য ধন্যবাদ জানানো হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে দুই বছরের মধ্যে দ্বিতীয়বার গ্যালান্টকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরানো হলো। উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের মার্চ মাসেও গ্যালান্টকে বরখাস্ত করেছিলেন নেতানিয়াহু, যদিও এক মাসের মধ্যে তাকে পুনর্বহাল করা হয়।
২০২৩ সালের অক্টোবর মাসে দক্ষিণ ইসরায়েলে হামাসের ভয়াবহ হামলার সময় গ্যালান্ট প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তৎকালীন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেও নানা বিতর্ক এড়িয়ে গাজা উপত্যকায় যুদ্ধে নেতৃত্ব দেন তিনি। এ সময়ে ইসরায়েল দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করে, যার ফলে ইসরায়েলি সেনাদেরও ব্যাপক হতাহত হওয়ার ঘটনা ঘটে।
নেতানিয়াহুর সাম্প্রতিক এই পদক্ষেপে ইসরায়েলের প্রতিরক্ষা ও কূটনৈতিক মন্ত্রণালয়ে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো বলে ধারণা করছেন বিশ্লেষকরা।