ভারতে পবিত্র মনে করে মন্দিরের এসির পানি পানের হিড়িক, সতর্কতা জানালেন বিশেষজ্ঞরা
ছবি: সংগৃহীত
ভারতের উত্তরপ্রদেশের মথুরা জেলার বৃন্দাবন শহরের বিখ্যাত বাঁকে বিহারী মন্দিরে ঘটে গেছে একটি বিরল ঘটনা। মন্দিরের দেওয়ালে থাকা হাতির ভাস্কর্যের মুখ থেকে বের হওয়া পানিকে ‘চরণ অমৃত’ বা ভগবান কৃষ্ণের পায়ের পবিত্র পানি ভেবে পান করতে ভক্তদের লম্বা লাইন পড়ে গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভক্তরা ভাস্কর্যের মুখ থেকে বের হওয়া পানিকে পবিত্র মনে করে হাতের তালুতে অথবা কাপ ব্যবহার করে পান করছেন। যদিও আদতে এটি মন্দিরের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) থেকে নির্গত পানি। এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
জাগরণ সংবাদমাধ্যম জানায়, মন্দিরের দেওয়ালের সঙ্গে জোড়া লাগানো একটি হাতির আকৃতির পাইপ থেকে ফোঁটা ফোঁটা করে পানি বের হচ্ছে। ভক্তরা এ পানিকে পবিত্র জেনে পান করছেন বা শরীরে ছিটিয়ে দিচ্ছেন। যদিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে ভিডিও ধারণকারী একজন ব্যক্তি বারবার সতর্ক করেছেন যে এটি আসলে এসির পানি, কিন্তু ভক্তদের কেউ কেউ সেই সতর্কতায় কান না দিয়ে এই পানিকে পবিত্র মনে করছেন।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এই ভিডিওটি ইতোমধ্যে ২৮ লাখেরও বেশি বার দেখা হয়েছে। অনেকেই এ বিষয়ে মন্তব্য করেছেন। কেউ ভক্তদের সরল মন নিয়ে মন্তব্য করেছেন, আবার কেউ বৈজ্ঞানিক জ্ঞানবোধের অভাবের জন্য হতাশা প্রকাশ করেছেন। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, "বৈজ্ঞানিক জ্ঞান ও সচেতনতার অভাব কুসংস্কার, ঘৃণা, বিভাজন বাড়ায়। গণতন্ত্রের জন্য এটা হুমকি স্বরূপ।"
এই ঘটনা নজরে আসার পর একজন লিভার বিশেষজ্ঞ ভক্তদের এসির পানি পান না করার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, “কুলিং এবং এয়ার কন্ডিশনার সিস্টেমগুলো ছত্রাকসহ বিভিন্ন ক্ষতিকর সংক্রমণের প্রজনন ক্ষেত্র। এসির পানি পান করা স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে।”
সামাজিক মাধ্যমের এই ভাইরাল ভিডিও ভারতের মতো সংস্কৃতিমুখর সমাজে বিজ্ঞান ও কুসংস্কারের মধ্যে ভারসাম্য আনার প্রয়োজনীয়তার দিকেও আলোকপাত করেছে।