সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে: গবেষণা
জলবায়ু পরিবর্তনের কারণে আরও অশান্ত হয়ে উঠবে ভারতীয় মহাসাগর এলাকা। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধিরও ইঙ্গিত দেওয়া হয়েছে ওই গবেষণা প্রদিবেদনে। একের পর এক ঘূর্ণিঝড় আছড়ে পড়বে উপকূলীয় এলাকাগুলোতে। মূলত বঙ্গোপসাগর, দক্ষিণ চীন সাগর, দক্ষিণ ভারত মহাসাগরীয় উপকূল এলাকায় এমন প্রবণতা লক্ষ্য করা যাবে বলে দাবি করেছেন ভারতীয় গবেষকেরা।
সম্প্রতি ‘ক্লাইমেট ডায়নামিক্স স্প্রিংগার’ জার্নালে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করে ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত বিখ্যাত প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠানের (আইআইটি) গবেষকেরা।
ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ঝোড়ো হাওয়ার কারণে সমুদ্রে বড় বড় ঢেউয়ের প্রবণতা বাড়বে। এতে ভাঙনে ক্ষতিগ্রস্ত হবে উপকূলীয় এলাকা। এ ছাড়া সমুদ্রের লবণাক্ত পানি ঢুকে পড়বে লোকালয়ে। নষ্ট হবে মিঠা পানির উৎস ও ক্ষেতের ফসল। এর প্রভাব সরাসরি পড়বে আর্থ-সামাজিক ভিত্তির উপর। এ ছাড়া একসময় এই পানি মিশবে ভূগর্ভস্থ পানির সঙ্গে।
গবেষকেরা বলছেন, মূলত জুন-জুলাই-আগস্ট এবং সেপ্টেম্বর-অক্টোবর-নভেম্বর মাসে ঝোড়ো হাওয়া এবং বড় ঢেউয়ের প্রবণতা বাড়বে। এ সময় উক্ত অঞ্চলগুলোতে ঢেউয়ের উচ্চতা বাড়তে পারে অন্তত এক মিটার।
এ ছাড়া গত ১০০ বছরের জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতি বিশ্লেষণ করে গবেষকেরা দাবি করছেন, আগামীতে বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড়ের প্রবণতা বাড়বে। একইসঙ্গে, উত্তর ভারত মহাসাগর, উত্তর-পশ্চিম আরব সাগর, দক্ষিণ চীন সাগর এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ঢেউয়ের উচ্চতা প্রায় ০.৪ মিটার বেড়ে যেতে পারে।
এসএ/