মারধর করে ভিক্ষা করতে বাধ্য করতো সন্তানরা, কষ্টে বাবা-মায়ের পানির ট্যাঙ্কে ঝাঁপ দিয়ে আত্মহত্যা
ছবি: সংগৃহীত
ভারতের উত্তরপ্রদেশের রাজস্থানে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। সম্পত্তির জন্য সন্তানদের হাতে নৃশংস নির্যাতনের শিকার হয়ে এক প্রবীণ দম্পতি, ৭০ বছর বয়সী হাজারিরাম বিষ্ণোই ও ৬৮ বছর বয়সী চাওয়ালি দেবী, শেষ পর্যন্ত বাড়ির পানির ট্যাঙ্কে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। তাদের সন্তান ও পুত্রবধূরা পিতামাতাকে মারধর করে এবং ভিক্ষা করতে বাধ্য করে বলে অভিযোগ।
স্থানীয় পুলিশ জানিয়েছেন, আত্মহত্যার আগে দম্পতির বাড়ির দরজার সামনে একটি সুইসাইড নোট পাওয়া যায়। সেই নোটে সন্তানের অত্যাচারের কাহিনী তুলে ধরেছেন তারা। দম্পতি জানিয়েছেন, তাদের ছেলে রাজেন্দ্র অন্তত তিনবার এবং অন্য ছেলে সুনীল দুইবার তাদের মারধর করেছে। এর পাশাপাশি তাদের হত্যার হুমকিও দেওয়া হয়েছে। তারা দাবি করেছেন যে, সন্তানদের হাতে প্রাণ ত্যাগ না করে বাধ্য হয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নিতে হয়েছে।
দম্পতির মৃত্যুর ঘটনায় স্থানীয় সমাজে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা নাগৌরের কার্নি কলোনিতে বসবাস করতেন এবং তাদের চারটি সন্তান রয়েছে- দুটি ছেলে ও দুটি মেয়ে। স্থানীয় পুলিশের তদন্ত চলছে, এবং এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তারা।
এটি আমাদের সমাজের একটি অমানবিক চিত্র ফুটিয়ে তুলেছে, যেখানে সম্পত্তির লোভে পরিবারে সংঘাতের মাত্রা অত্যন্ত বৃদ্ধি পেয়েছে।