পিটিআই-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত পাকিস্তান, সেনা মোতায়েন
ছবি: সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সংঘর্ষের পর দেশটির রাজধানী ইসলামাবাদসহ অন্যান্য শহরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) রাজধানী ইসলামাবাদে দফায় দফায় এই সংঘর্ষের পর সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা নামানো হয়।
আজ শনিবার (৫ অক্টোবর) উত্তেজনা ছড়িয়ে পড়ে পাঞ্জাব প্রদেশের লাহোরেও, যার জেরে লাহোরেও সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে।
ইংরেজি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, শুক্রবারের সংঘর্ষের পর আজও ইসলামাবাদে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। পাশের শহর রাওয়ালপিন্ডিও উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীসহ পার্শ্ববর্তী এলাকাগুলোর মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে এবং বড় সড়কগুলো কনটেইনার দিয়ে আটকে দেওয়া হয়েছে।
শুক্রবার ইসলামাবাদের বিভিন্ন জায়গায় ইমরান খানের দল পিটিআইয়ের সমর্থকরা জড়ো হন, যদিও সেখানে ১৪৪ ধারা জারি ছিল। আইন অমান্য করে তারা রাজধানীর ডি-চকে বিক্ষোভের চেষ্টা করেন, কিন্তু পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের এসময় ব্যাপক সংঘর্ষ বাধে।
আজ শনিবার ইমরান খানের সমর্থকদের লাহোরের মিনার-ই-পাকিস্তানে জড়ো হওয়ার কথা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে পাঞ্জাবের প্রশাসন সেখানে সেনাবাহিনীর সহায়তা চেয়েছে। লাহোরে বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছে দ্য ডন।
জেলে বন্দী ইমরান খান সামাজিক যোগাযোগমাধ্যমে তার কর্মী ও সমর্থকদের সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন। তিনি পরামর্শ দেন, যারা পুলিশের বাধায় লাহোরে পৌঁছাতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে অবস্থান করে বিক্ষোভ চালিয়ে যান।
অন্যদিকে, এক্সপ্রেস ট্রিবিউন জানায়, মিনার-ই-পাকিস্তানে যাওয়ার সকল গুরুত্বপূর্ণ সড়ক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বন্ধ করে দিয়েছে।