শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫ | ১৯ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বিশ্বের শীর্ষ ১০ ধনী: ইলন মাস্ক শীর্ষে, ল্যারি এলিসন দ্বিতীয়

বিশ্বের শীর্ষ ১০ ধনী: ইলন মাস্ক শীর্ষে, ল্যারি এলিসন দ্বিতীয়। ছবি: সংগৃহীত

বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় আবারও শীর্ষস্থান দখল করেছেন ইলন মাস্ক। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা, স্পেসএক্স, এবং এক্স (পূর্বে টুইটার)-এর প্রধান নির্বাহী হিসেবে পরিচিত এই মার্কিন ধনকুবেরের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২৭০.৫ বিলিয়ন মার্কিন ডলার। তার ঠিক পরেই আছেন ওরাকল করপোরেশনের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন, যার সম্পদের পরিমাণ ২০৮ বিলিয়ন মার্কিন ডলার।

ফোর্বস সাময়িকীর ‘রিয়েল টাইম বিলিয়নিয়ার’ তালিকা অনুযায়ী, শীর্ষ ১০ ধনীর মধ্যে বেশ কয়েকজন প্রযুক্তি খাতের সাথে যুক্ত। তারা বৈশ্বিক অর্থনীতিতে বিপুল প্রভাব বিস্তার করছেন।

১. ইলন মাস্ক - ২৭০.৫ বিলিয়ন ডলার

ইলন মাস্ক বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সিইও এবং একাধিক অন্যান্য কোম্পানির মালিক। প্রযুক্তি ও মহাকাশ খাতে বিপ্লব ঘটানোর জন্য তিনি বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী হিসেবে স্বীকৃত।

২. ল্যারি এলিসন - ২০৮ বিলিয়ন ডলার

ওরাকল করপোরেশনের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন এই তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। তিনি মূলত সফটওয়্যার ও প্রযুক্তি খাতের মাধ্যমে তার সম্পদ গড়ে তুলেছেন।

৩. জেফ বেজোস - ২০৪.৩ বিলিয়ন ডলার

বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। ই-কমার্স খাতের বিপ্লব ঘটিয়ে তিনি বর্তমানে ২০৪.৩ বিলিয়ন ডলারের মালিক।

৪. মার্ক জাকারবার্গ - ১৯৮ বিলিয়ন ডলার

মার্ক জাকারবার্গ ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা এবং মেটা (পূর্বে ফেসবুক)-এর সিইও। তিনি বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী ব্যক্তি, যার সম্পদের পরিমাণ ১৯৮ বিলিয়ন ডলার।

৫. বার্নার্ড আরনল্ট অ্যান্ড ফ্যামিলি - ১৯৫.৫ বিলিয়ন ডলার

ফরাসি ধনকুবের বার্নার্ড আরনল্ট বিশ্বের অন্যতম বিলাসপণ্য কোম্পানি এলভিএমএইচ-এর সিইও। তিনি এবং তার পরিবার মিলে ১৯৫.৫ বিলিয়ন ডলারের মালিক।

৬. ওয়ারেন বাফেট - ১৪৪.৯ বিলিয়ন ডলার

মার্কিন বিনিয়োগকারী ওয়ারেন বাফেট, যিনি বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান, বিশ্বের ষষ্ঠ ধনী। তাঁর সম্পদের পরিমাণ ১৪৪.৯ বিলিয়ন ডলার।

৭. ল্যারি পেজ - ১৩৭.৯ বিলিয়ন ডলার

গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজ বর্তমানে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের পর্ষদ সদস্য। তাঁর সম্পদের পরিমাণ ১৩৭.৯ বিলিয়ন ডলার।

৮. আমানসিও ওরতেগা - ১৩৩ বিলিয়ন ডলার

স্প্যানিশ ধনকুবের আমানসিও ওরতেগা ইন্ডিটেক্স ফ্যাশন গ্রুপের সহপ্রতিষ্ঠাতা। তিনি ১৩৩ বিলিয়ন ডলারের মালিক।

৯. সের্গেই ব্রিন - ১৩২ বিলিয়ন ডলার

গুগলের আরেক সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন, যিনি অ্যালফাবেটের পর্ষদ সদস্য, ১৩২ বিলিয়ন ডলার সম্পদের অধিকারী।

১০. স্টিভ বলমার - ১২৫.৫ বিলিয়ন ডলার

মাইক্রোসফটের সাবেক সিইও এবং লস অ্যাঞ্জেলেস ক্লিপারস বাস্কেটবল দলের মালিক স্টিভ বলমার, ১২৫.৫ বিলিয়ন ডলারের মালিক হিসেবে তালিকার দশম স্থানে আছেন।

এই শীর্ষ ধনীদের বেশির ভাগই প্রযুক্তি, বিনিয়োগ, এবং ফ্যাশন খাতের মাধ্যমে তাদের সম্পদ অর্জন করেছেন। তাঁদের উদ্ভাবনী চিন্তাধারা এবং ব্যবসায়িক দক্ষতা বৈশ্বিক অর্থনীতিতে বিশাল প্রভাব ফেলেছে।

Header Ad
Header Ad

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঝরে গেল ৪ প্রাণ, আহত ২০

ছবি: সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহতের পাশাপাশি আহত হয়েছে আরো ২০ জন। শুক্রবার ভোরে এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় ঢাকামুখী লেনে বাস ও ট্রাকের সাথে সংঘর্ষে নিহত হন দুইজন, অন্যদিকে বৃহস্পতিবার রাতে সিরাজদিখানের নিমতলা এলাকায় মিনিবাসের ধাক্কায় দুজন নিহত হন।

নিহতরা হলেন, আব্দুল্লাহ পরিবহনের হেলপার শ্রীনগর উপজেলার কল্লিগাও গ্রামের বাসিন্দা মো. জীবন (৪৪) ও সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবিপুরা গ্রামের বাসিন্দা বাসযাত্রী মো. রায়হান (২৭)। নিহতদের মরদেহ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। বৃহস্পতিবার রাতে নিহত দুইজনের পরিচয় পাওয়া গেলেও শুক্রবার ভোরে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে বলে জানান হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানী। তবে কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছেন বলে জানান ওসি।

এর আগে গত শুক্রবার ২৭ ডিসেম্বর এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসের চাপায় নারী ও শিশুসহ দুই পরিবারের ৬ জন নিহত ও ৪ জন গুরুতর আহত হন।

Header Ad
Header Ad

মধ্যরাতে ডাকসু নিয়ে উত্তাল ঢাবি, শিক্ষার্থীদের আল্টিমেটাম

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিন্ডিকেটে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) বিষয়ে আলোচনা না করতে উপাচার্যের সঙ্গে বাকবিতণ্ডার অভিযোগ উঠে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভের ডাক দেয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আগামী ৭২ ঘণ্টার মধ্যে ডাকসুর রূপরেখা প্রণয়নের আল্টিমেটাম দেন তারা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত পৌনে ১২টায় বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে তারা এমন আল্টিমেটাম দেন।

বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, ‌‌‘যারা ডাকসু বন্ধের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা রাস্তায় আছি। আমরা লীগকে বিতাড়িত করেছি, কোনো ছাত্রসংগঠনের ভয়ে ডাকসু থেকে পিছু হটব না। যারা ডাকসুর বিরুদ্ধে অবস্থান নেয়, কবরস্থান, টেম্পুস্ট্যান্ডে চাঁদাবাজি করে তাদের আমরা ১৭ জুলাই লাল কার্ড দেখিয়েছি। প্রশাসনের কাছে বলব, আপনারা তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করুন।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবি জোবায়ের বলেন, ‘ঢাবি শিক্ষার্থীরা হাসিনাকে পালাতে বাধ্য করেছে। সুতরাং নতুন করে যদি দানব তৈরি হয় শিক্ষার্থীরা তাদের পালাতে বাধ্য করবে। ঢাবি শিক্ষার্থীরা আর কোনো দানবকে দেখতে চায় না। ছাত্রদল যখন দেখেছে তারা ডাকসুতে জিততে পারবে না, তখন তারা ভিসি স্যারের সঙ্গে উচ্চবাচ্য করার সাহস দেখিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা এই প্রশাসনের সঙ্গেই আছি। অনতিবিলম্বে ডাকসু নির্বাচন দিয়ে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বক্তব্যের শুরুতেই ছাত্রদল কর্তৃক হেনস্তার প্রতিবাদ ও নিন্দা জানান। তিনি বলেন, উপাচার্যকে অপমান করার মাধ্যমে ছাত্রদল পুরো বিশ্ববিদ্যালয়কেই অপমান করেছে। উপাচার্যকে ৭২ ঘণ্টার মধ্যেই রোডম্যাপ ঘোষণা করতে হবে। আমরা শিক্ষার্থী নির্যাতনের আর পুনরাবৃত্তি চাই না।

Header Ad
Header Ad

বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরিতে অপচয়ের অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরিতে অপচয়ের অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু। ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধুর অপ্রয়োজনীয় ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে, সাবেক সরকারের কয়েকজন উচ্চপদস্থ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের এবং অনুসন্ধান শুরুর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে দুদকের কমিশন বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান সংস্থার মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

তিনি জানান, চুয়াডাঙ্গার সাবেক এমপি সোলায়মান হক জোয়ার্দার ছেলুন এবং তার স্ত্রীর বিরুদ্ধে ১২ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএফআইইউ-এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের প্রায় দুই কোটি টাকার অবৈধ সম্পদ থাকার প্রমাণ পাওয়া গেছে, যার ভিত্তিতে তার বিরুদ্ধেও মামলা করার প্রস্তুতি চলছে।

এদিকে, ডাক বিভাগের সাবেক মহাপরিচালক শুধাংশ শেখর ভদ্রের বিরুদ্ধে ৯২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক। এছাড়া বিদেশে পালানোর আশঙ্কায় সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ঋণের নামে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কেয়া গ্রুপের চেয়ারম্যান আব্দুল খালেক পাঠানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুদক। পাশাপাশি, সাংবাদিক মুন্নি সাহার বিরুদ্ধে ১৩৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঝরে গেল ৪ প্রাণ, আহত ২০
মধ্যরাতে ডাকসু নিয়ে উত্তাল ঢাবি, শিক্ষার্থীদের আল্টিমেটাম
বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরিতে অপচয়ের অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭১ ফিলিস্তিনি নিহত
বাড়তে পারে ৬৫ পণ্যের দাম, ভ্যাট বৃদ্ধির প্রস্তাব
জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের তথ্য সংরক্ষণের আহ্বান
স্ত্রীসহ খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান
রংপুরের টানা তৃতীয় জয়, বরিশালের বিপক্ষে সহজ জয়
ভারতে সিগারেট খাওয়া নিষিদ্ধ চান বলিউড কিং
ইসরায়েলি হামলায় গাজার পুলিশ প্রধানসহ নিহত ১১
নওগাঁয় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬৫
অবশেষে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি
বাংলাদেশ আমাদের হারানো ভাই: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
৪৩তম বিসিএস: বাদ পড়া ২২৭ প্রার্থীদের পুনর্বিবেচনার সুযোগ
জানুয়ারিতে বোতলজাত এলপিজি’র দাম অপরিবর্তিত, অটো গ্যাসের দাম সামান্য কম
বছরের শুরুতেই বিয়ে করলেন গায়ক আরমান মালিক
টানা দুই ম্যাচে পরাজয়ের স্বাদ পেল ঢাকা, রাজশাহীর প্রথম জয়
গোয়েন্দা সংস্থার সুপারিশে ৪৩তম বিসিএসে ২২৭ জন বাদ
ভারতে তুলনামূলক হারে কমেছে বাংলাদেশী পর্যটক
ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে নিত্যপণ্যে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা