শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হলেন অনুরা কুমারা দিসানায়েকে, শপথ নেবেন কাল
শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে। ছবি: সংগৃহীত
গতকাল শনিবার দক্ষিণ এশিয়ার দ্বীপ দেশ শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২২ সালের চরম অর্থনৈতিক সংকট ও প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুতের পর এটাই প্রথম প্রেসিডেন্ট নির্বাচন দেশটিতে। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসাবে এনপিপি প্রার্থী অনুরা কুমারা দিসানায়েকে বিজয়ী ঘোষণা করেছে।
আগামীকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি সচিবালয়ে শপথ গ্রহণ করবেন দিসানায়েক। এই শপথ গ্রহণের অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি রাজনৈতিক নেতারা এবং বিদেশি প্রতিনিধিরা উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
নতুন রাষ্ট্রপতি হিসেবে দিসানায়েকের প্রথম কাজ হবে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা। তিনি নির্বাচনকালীন সময়ে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক ইস্যু সম্পর্কে কথা বলেছেন, যার মধ্যে দুর্নীতি প্রতিরোধ, বেকারত্ব হ্রাস এবং শিক্ষা সংস্কার অন্তর্ভুক্ত।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দিসানায়েকের নেতৃত্বে একটি নতুন দৃষ্টিভঙ্গি এবং উদ্ভাবনী নীতির আশ্বাস পাওয়া যাবে, যা দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে সহায়ক হতে পারে। তাঁর শাসনামল কতটুকু সফল হবে, তা নির্ভর করছে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ ও জনগণের আস্থা অর্জনের উপর।