সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ইউক্রেন নিয়ে বাইডেনের বাজি!

১৯৮০’ র দশকে ওয়াশিংটন ডিসিতে সোভিয়েত ইউনিয়নের দূতাবাস নির্মাণ ছিল একটি পরিকল্পিত ষড়যন্ত্র। এফবিআই ওই ভবনের নীচে সুড়ঙ্গ করে রাশিয়ানদের কথা শোনার জন্য ওঁত পাতলেও, তা ব্যার্থ হয়, তাদের নিয়োগ দেওয়া এজেন্ট ডুয়েল গেম খেলে, ফলে তা ফাঁস হয়ে যায়। 

চলতি বছর আবারও ফিরে এসেছে সেই উত্তেজনা। যদিও চক্রান্ত আগের চেয়ে কম। তারপরও প্রশ্ন জাগে ইউক্রেন নিয়ে কী ভাবছেন বাইডেন। বাইডেনের নেত্রীত্বের দক্ষতা ও তার সরকারের পররাষ্ট্রনীতি কতটা শক্তিশালীভাবে স্বৈরাচারী শাসনের মোকাবেলা করে পশ্চিমা গণতন্ত্রকে ধরে রাখতে পারবে। 

একদিকে, ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধি দেখে শঙ্কিত হয়ে ওঠে আমেরিকানরা। আর তখন বাইডেনের বার্তা ছিল 'হ্যান্ডস অফ ইউক্রেন'।

অপরদিকে, মার্কিন দূতাবাসের বাইরে কয়েক ডজন বিক্ষোভকারীর জড়ো হয়ে ইউক্রেন ইস্যুতে স্লোগান দিতে থাকে। তাদেরে একজন ইহোর সামোকিশ বলেন, 'আমি মনে করি ইউক্রেনে মার্কিন যুক্তরাষ্ট্রের আরও প্রাণঘাতী অস্ত্র পাঠানো উচিত। এটি পুতিনের কাছে একটি শক্তিশালী সংকেত পাঠাবে।' 

আর গত কয়েক বছর ধরে আমেরিকার কাছ থেকে এমন মিশ্র সংকেত পাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট। 

আমেরিকা-রাশিয়া ষড়যন্ত্র আরও বেশি জট পাকায় যখন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনের অবাধ প্রশংসা করতে শুরু করেন। পুতিনের প্রতি ডোনাল্ড ট্রাম্পের অদম্য প্রশংসার ফল মার্কিন নীতিকে জটিল করে তুলেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট যখন ক্রেমলিনের প্রশংসা করছিলেন এবং ন্যাটোকে অপমান করছিলেন, তখন এফবিআই মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপেরের বিষয় নিয়ে লড়াই করছিল।

ক্ষমতায় আসার পর বাইডেন রাশিয়ার আক্রমনাত্মক পদক্ষেপের বিরুদ্ধে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে তার কৌশল 'পূর্বসূরীর থেকে আলাদা'। বাইডেন রাশিয়ার সঙ্গে একটি স্থিতিশীল সম্পর্ক চেয়েছিলেন, যাতে  তিনি চীনের কৌশলগত চ্যালেঞ্জ মোকাবেলায় মনোনিবেশ করতে পারেন।

আমেরিকা-রাশিয়া শীতল যুদ্ধ থেকে বাইডেন পিছু হটতে চেয়েও পারননি। পুতিন রাশিয়া-ইউক্রেন সীমান্তের কাছে সেনা সমাবেশ ঘটিয়ে এই ঠাণ্ডা যুদ্ধে ঘি ঢাললেন। আর এই পরিস্থিতিতে বাইডেনকে চ্যালেঞ্জ নিতেই হলো। আর তাই ইউরোপকে সঙ্গে নিয়ে এই পরিস্থিতির মোকাবেলায় তৎপর বাইডেন।

বাইডেন প্রশাসন ইউক্রেন ইস্যুতে ইউরোপের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কূটনৈতিক অভিযান চালিয়ে যাচ্ছেন। আর তাই মিত্রদের একজোট হতে তিনি তার চেনা পথের বাইরে হাঁটছেন। যা বাইডেন প্রশাসনের পররাষ্ট্র নীতি। কারণ বাইডেন আফগানিস্তান থেকে শিক্ষা নিয়েছেন। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর তার মিত্ররা তার ওপর অসন্তষ্ট হয়েছেন। আর আফগানিস্তানে আমেরিকার কৌশলগত পরাজয় রাশিয়াকে আশার আলো জুগিয়েছে। আর তাই হয়তো রাশিয়া মার্কিন শক্তি এবং পররাষ্ট্রনীতির দুর্বলতাকে কাজে লাগাতে চাচ্ছে।

আর ক্রেমলিন ইউক্রেন সীমান্তে যে সেনা সমাবেশ ঘটিয়েছে সেখান থেকে একটুও সরে আসেনি। যদিও বলে আসছে ইউক্রেনে হামলার তার কোন পরিকল্পনা নেই। পুতিনের এই কৌশল ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন করে ভাবাচ্ছে। আর তাই পূর্ব ইউরোপে আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ১ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর পেন্টাগনের পক্ষ থেকে সেনা পাঠানোর বিষয়টি জানানো হয়। 

পেন্টাগন জানায়, নর্থ ক্যারোলিনার ঘাঁটি থেকে জার্মানি ও পোল্যান্ডে পাঠানো হবে প্রায় দুই হাজার সেনা। আগে থেকে জার্মানিতে থাকা এক হাজার সেনাকে মোতায়েন করা হবে রোমানিয়ায়। 

পেন্টাগন মুখপাত্র জন কিরবি জানান, সেনা মোতায়েনের মাধ্যমে পুতিনকে শক্তিশালী বার্তা দেওয়া হচ্ছে। এ ছাড়া বিশ্ববাসীর প্রতি বার্তা এটিই যে, ন্যাটো যুক্তরাষ্ট্র এবং আমাদের মিত্রদের কাছে গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্রের বাড়তি সেনা মোতায়েনকে 'ধ্বংসাত্মক' বলে উল্লেখ করেছে রাশিয়া।

এদিকে শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে চীন যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন নিয়ে পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে এ সফর ভিন্ন তাৎপর্য এনে দেয়। চীনকে পাশে পেয়ে গেলেন পুতিন। 

এই প্রেক্ষাপটে চীনের আবির্ভব মার্কিন প্রেসিডেন্টের জন্য নতুন ভাবনার বিষয়ই বটে।

 

কেএফ/

 

Header Ad

ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৩৫ ফিলিস্তিনি

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আরও ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৪ হাজার ২০০ ছাড়িয়ে গেছে।

এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। রোববার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ২২১ জনে পৌঁছেছে বলে রোববার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ ৪ হাজার ৫৬৭ জন ব্যক্তিও আহত হয়েছেন।

মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৩৫ জন নিহত এবং আরও ৯৪ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

Header Ad

ভারতে যৌন ব্যবসায় বাধ্য করা হচ্ছে বাংলাদেশি তরুণীদের

প্রতীকী ছবি

বাংলাদেশি নারীদের দিয়ে যৌন ব্যবসা চালানো একটি চক্রের সন্ধান মিলেছে ভারতে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে এক কিশোরীসহ অন্তত ২৩ তরুণী বাধ্য হয়ে সেখানে এসব কাজ করছেন। ওড়িশার রাজধানী ভুবনেশ্বর থেকে তাদের উদ্ধার করা হয়। রাজ্যটির স্থানীয় সংবাদমাধ্যম ওড়িশাটিভি রোববার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই তরুণীরা বৃহৎ মানবপাচারের শিকার হয়েছেন। তাদের দৈনিক ২ হাজার রুপি বেতনের কাজের লোভ দেখিয়ে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে গিয়ে তারা শোষণ ও অন্যায়ের শিকার হয়েছেন।

এই যৌনব্যবসার সঙ্গে জড়িত থাকা দালালরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে খদ্দেরের সঙ্গে যোগাযোগ করেন। যখন কোনো খদ্দের আগ্রহ প্রকাশ করেন তখন তাদের বাংলাদেশি তরুণীদের ছবি পাঠানো হয়। সেখান থেকে যে কোনো একজনকে বেঁছে নেয় তারা। এরপর আগেই অর্থ পরিশোধ করতে হয়। সবশেষে ওই খদ্দেরকে হোটেলের ঠিকানা দেওয়া হয় যেখানে নির্দিষ্ট তরুণী অপেক্ষা করেন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, কোটাক থেকে এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে উদ্ধারের পর পুরো বিষয়টি সামনে আসে। ওই কিশোরীকে লিংক রোডের কাছ থেকে উদ্ধার করা হয়। এরপর তদন্ত শুরু হয় কীভাবে বাংলাদেশি তরুণীদের ওড়িশায় নিয়ে আসা হচ্ছে।

পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া এক যৌনকর্মী জানান, নিজের ইচ্ছার বিরুদ্ধে তিনি এই কাজ করতে বাধ্য হচ্ছেন। তিনি এখানে আটকা পড়ে গেছেন। উদ্ধারকৃত ওই যৌনকর্মী জানান, পুরো বিষয়টি পরিচালনা করে একটি সংঘবদ্ধ চক্র।

ধারণা করা হচ্ছে, প্রতারণার শিকার এই তরুণীদের কয়েক বছর ধরে আটকে রেখেছে চক্রটি। যারা এরসঙ্গে জড়িত তাদের ধরে বিচারের মুখোমুখি করার চেষ্টা চলছে।

স্থানীয় যেসব দালাল এই ব্যবসা চালানোয় ভূমিকা রেখেছে তাদের শনাক্ত করতে সক্রিয় অভিযান শুরু করেছে পুলিশ।

ভুবনেশ্বরের ডিসিপি পিনাক মিশ্রা ওড়িশাটিভিকে বলেছেন, “আমরা টুইন সিটিতে এ ধরনের অবৈধ কার্যক্রমের ওপর দৃষ্টি রাখছে। আমাদের কাছে এসব বিষয়ে পর্যাপ্ত গোয়েন্দা তথ্য আছে। যারা এ ধরনের অবৈধ কার্যক্রমে জড়িত আছেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

Header Ad

ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পেল আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

কনমেবল সাব-২০ ফুটসাল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। পেরুর লিমার ভিলা এল সালভাদর স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত এই সেমিফাইনালে মুখোমুখি হয় দুই দল।

রবিবার (২৪ নভেম্বর) সকালে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আর্জেন্টিনা ব্রাজিলকে চাপে রেখে ম্যাচটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়।

পেরুর লিমাতে বসেছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০ দলের ফুটসাল টুর্নামেন্ট। যদিও ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছিল। বিপরীতে আর্জেন্টিনা রার্নাসআপ হয়ে। গ্রুপ পর্বের চার ম্যাচের চারটিতেই জিতেছিল ব্রাজিল। কিন্তু আর্জেন্টিনা জয় পায় দুইটিতে। তবে ফাইনালে ওঠার লড়াইয়ে ঠিকই জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা।

আগামীকাল সোমবার শিরোপা নির্ধারণী ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। কলম্বিয়াও গ্রুপ চ্যাম্পিয়ন প্যারাগুয়েকে একই ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে।

Header Ad

সর্বশেষ সংবাদ

ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৩৫ ফিলিস্তিনি
ভারতে যৌন ব্যবসায় বাধ্য করা হচ্ছে বাংলাদেশি তরুণীদের
ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পেল আর্জেন্টিনা
আওয়ামী লীগের ২ সাবেক সংসদ সদস্যের অন্তর্বর্তীকালীন জামিন
পলাশবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার
আইপিএল মেগা নিলাম সর্বশেষ: কোন দলে কোন ক্রিকেটার?
রেকর্ড এডিট দাবি, দশ লাখ টাকার চেক নিয়ে সংবাদ সম্মেলনে বিএনপি নেতা
পাকিস্তানে শিয়া-সুন্নি সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৮২
হত্যা মামলায় গ্রেফতার ডিসি মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে রেকর্ড মৃত্যু, শনাক্ত আরও ১০৭৯
আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার পান্ত
আরও এক মামলায় খালাস পেলেন তারেক রহমান
সৌদি আরবে এক সপ্তাহে ২০ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার
আমাদের নিয়ত সহি, জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই: সিইসি
৫ বিসিএস থেকে নিয়োগ পাবেন ১৮ হাজার ১৪৯ জন
শপথ নিলেন নতুন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার
দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে থানায় জিডি করলেন নওশাবা
আইইউটির ৩ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুতের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
বাংলাদেশ-বেল‌জিয়ামের রাজনৈতিক সংলাপ আজ
রাজধানীতে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৭