লাদাখে দিল্লির সমান জায়গা দখলে নিয়েছে চীন: রাহুল গান্ধী
ছবি: সংগৃহীত
কংগ্রেসনেতা রাহুল গান্ধী আবারও ভারত-চীন সীমান্ত ইস্যু তুলে অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীনকে ভালোভাবে সামলাতে পারেননি। লাদাখে দিল্লির সমান জায়গা দখল করেছে চীন। স্থানীয় সময় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জাতীয় প্রেসক্লাবে এক সভায় দেওয়া বক্তব্যে এ অভিযোগ করেন রাহুল গান্ধী।
রাহুল গান্ধী বলেন, ‘আপনি যদি আমাদের ভূখণ্ডের চার হাজার বর্গকিলোমিটারে কিছু ভালোভাবে সামলাতে চীনের সৈন্যদের থাকতে বলেন, তাহলে হয়তো আমরা লাদাখে দিল্লির সমান ভূমি দখল করতে তাদের সেনা পেয়েছি। আমি মনে করি, এটি একটি বিপর্যয়।’
মিডিয়া এ বিষয়ে সেভাবে সংবাদ পছন্দ করছে না বলে অভিযোগ করে রাহুল গান্ধী বলেন, ‘কোনো প্রতিবেশী আপনার ভূখণ্ডের চার হাজার বর্গকিলোমিটার দখল করলে যুক্তরাষ্ট্র কেমন প্রতিক্রিয়া দেখাবে? কোনো প্রেসিডেন্ট কি এই বলে পার পেয়ে যাবেন যে, তিনি এটি ভালোভাবে সামলেছেন? তাই আমি মনে করি না, প্রধানমন্ত্রী মোদি চীনকে মোটেও ভালোভাবে সামলাতে পেরেছেন। আমি মনে করি, চীনা সৈন্যদের আমাদের ভূখণ্ডে অবস্থান করার কোনো কারণ নেই।’
গত বছর একই রকম অভিযোগ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদি লাদাখে ভারত-চীন সীমান্ত পরিস্থিতি নিয়ে বিরোধীদের কাছে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছিলেন। সেসময় তিনি দাবি করেন, চীন ভারতের ভূখণ্ড কেড়ে নিয়েছে।
মঙ্গলবার ওই সভায় রাহুল গান্ধী বলেন, পৃথিবী বদলে যাচ্ছে। চীনের ক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। চীন আমাদের প্রতিবেশী। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে। সুতরাং, আমরা ভূ-রাজনৈতিক পরিবর্তনের মধ্যে রয়েছি। আমাদের একটি দীর্ঘমেয়াদি কৌশলগত দৃষ্টি প্রয়োজন; কেবল একটির পর একটি কৌশলগত পদক্ষেপ হওয়া উচিত নয়। এটি হওয়া উচিত এমনভাবে যে আমরা দীর্ঘমেয়াদে আমাদের সম্পর্ক নিয়ে কীভাবে ভাবছি। এটি হলো মৌলিক ভিত্তি এবং আমরা ওই পথটি অনুসরণ করতে যাচ্ছি।’
কংগ্রেসনেতা রাহুল গান্ধী আরও বলেন, ‘আমাদের দৃষ্টিকোণ থেকে, সেই দৃষ্টিভঙ্গির কেন্দ্রীয় উপাদান হতে হবে গণতান্ত্রিক ধারণা-শান্তি, অহিংসা, সহযোগিতা ও সম্প্রীতি, যে মূল্যবোধের জন্য মহাত্মা গান্ধীর নেতৃত্বে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা লড়াই করেছিলেন। যাই হোক, এটি সঠিকভাবে করার জন্য, আপনি কে এবং আপনার নিজের প্রকৃতি কী, তা সম্পর্কে আপনার খুব ভালো ধারণা দরকার। আর সেখানেই আমি বর্তমান ব্যবস্থার সঙ্গে একমত নই। যখন আপনি নিজেকে এমন কিছু ভাবেন, যা আপনি নন, তখনই সমস্যা দেখা দেয়। ভারত একটি বহুমাত্রিক দেশ, একটি উন্মুক্ত দেশ। ভারত শুধু একটি ধ্যানধারণার নয়; ভারত একাধিক ধ্যানধারণার। আপনি যখন নিজেকে এমন কিছু বলে ভেবে নেন, যা আপনি নন, তখনই আপনার সমস্ত কৌশলগত সমস্যা শুরু হয়ে যায়।’