পাকিস্তানে ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল দিল্লিও
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত
পাকিস্তানে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির কারোর অঞ্চলে স্থানীয় সময় আজ বুধবার দুপুর ১২টা ৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এসময় কারোরের পাশাপাশি ইসলামাবাদ ও লাহোরেও তীব্র কম্পন অনুভূত হয়।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের বরাতে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, রিখাটর স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮। এর উৎপত্তিস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড-এর খবরে বলা হয়েছে, পাকিস্তানে উৎপত্তিস্থল হলেও কম্পন অনুভূত হয়েছে ভারতের দিল্লি, উত্তর প্রদেশ, হারিয়ানা, পাঞ্জাব এবং জম্মু ও কাশ্মীরসহ আরও কয়েকটি এলাকায়।
এই ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতি কত হয়েছে, তা-ও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।