ভারতবিরোধী পোস্টে লাভ রিঅ্যাক্ট, বাংলাদেশে পাঠানো হলো ছাত্রীকে
ছবি: সংগৃহীত
আসামের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি এনআইটি সিলচরে পড়াশোনা করা এক বাংলাদেশি ছাত্রীকে ভারত থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে। অভিযোগ উঠেছে, তিনি একটি ভারতবিরোধী পোস্টে ‘লাভ’ রিঅ্যাক্ট করেছিলেন। ওই ছাত্রী এনআইটি সিলচরের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আনন্দবাজার।
সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্রের একটি ভারতবিরোধী পোস্টে তিনি লাভ রিয়্যাক্ট দেন। এরপর সোমবার তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। যদিও, কাছার জেলার পুলিশ কর্মকর্তা নুমাল মহাত দাবি করেছেন, ওই ছাত্রীর দেশে ফেরত যাওয়া মানেই তিনি বহিষ্কার নন, বরং বাংলাদেশের কর্তৃপক্ষের সাথে আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয় একটি সংগঠন ওই ছাত্রীর রিয়্যাকশন দেখে থানায় অভিযোগ করেন। এরপর তারা কর্তৃপক্ষের কাছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। এই ঘটনার পর এনআইটির পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ওই ছাত্রীকে দেশে ফেরাত পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে, ওই ছাত্রী পরবর্তী পরীক্ষাগুলো দিতে ভারতে ফিরে আসবেন কিনা, তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানা যায়নি। পুলিশ জানিয়েছে, এটি সম্পূর্ণ তার নিজস্ব সিদ্ধান্ত। ভারতের সরকারি সূত্রের মতে, বর্তমানে এনআইটি সিলচরে প্রায় ৭০ জন বাংলাদেশি ছাত্র-ছাত্রী পড়াশোনা করছেন। তবে পুলিশ ও কর্তপক্ষ থেকে তাদের ভারতবিরোধী কোনো কার্যক্রমে সমর্থন জানানো থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।