চাঁদের মাটি নিয়ে পৃথিবীতে ফিরল চীনা নভোযান
ছবি: সংগৃহীত
চাঁদের দক্ষিণ মেরু থেকে কিছু নমুনা নিয়ে পৃথিবীতে ফিরে এলো চীনের নভোযান চ্যাংই-৬। স্থানীয় সময় মঙ্গলবার (২৫ জুন) দুপুর ২টা ৭ মিনিটে নভোযানটির পৃথিবীতে ফিরে আসে। পৃথিবীর ইতিহাসে একমাত্র দেশ হিসেবে এমন অনন্য কীর্তি গড়ল চীন। যেখান থেকে মাটির নমুনা আনা হয়েছে, সেটি পৃথিবী থেকে দেখা যায় না।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, চাঁদের দূরতম অঞ্চল দক্ষিণ মেরু থেকে নমুনা নিয়ে পৃথিবীতে ফিরেছে তাদের চন্দ্রযান। এটি মঙ্গোলিয়ায় অবতরণ করেছে। গত ৩ মে চীনের হাইনান প্রদেশ থেকে চ্যাংই-৬ চাঁদের উদ্দেশে যাত্রা করে। পৃথিবীতে আসা ওই নমুনা বিশ্লেষণ করার জন্য মঙ্গোলিয়া থেকে বিমানে করে বেইজিংয়ে আনা হচ্ছে।
নভোযানটি অবতরণ করার পর চীনের জাতীয় মহাকাশ সংস্থার প্রধান ঝ্যাং কেজিয়ান এ মিশন সফলভাবে সম্পন্ন হয়েছে বলে ঘোষণা দেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, এই মিশন সম্পন্ন করে মহাকাশ ও বৈজ্ঞানিক ক্ষমতাধর হিসেবে অনুসন্ধানের ক্ষেত্রে উল্লেখ্যযোগ্য কৃতিত্ব দেখিয়েছে চীন।
চাঁদের এই অংশ নিয়ে এখনও অনেক কিছু অজানা। মহাকর্ষীয় প্রবাহবদ্ধতার কারণে চাঁদ যে সময়কালে পৃথিবীকে প্রদক্ষিণ করে, ঠিক সেই সময় এটি তার নিজ অক্ষের ওপর ঘুরতে থাকে। ফলে চাঁদ পৃথিবীর দিকে একই মুখ ঘুরিয়ে রাখে।
লিস্টার বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্পদার্থবিদ্যা ও মহাকাশ বিজ্ঞানের প্রভাষক মার্টিন বার্সট্রো বলেছেন, এটি চীনের জন্য একটি বড় অর্জন। চাঁদ থেকে যে কোনো নমুনা সংগ্রহ খুবই কঠিন। দূরবর্তী অঞ্চল থেকে এটি আরও কঠিন। যেখানে যোগাযোগ ব্যবস্থা খুবই কঠিন। খবর বিবিসির।