রাশিয়ার ১১ ব্যক্তি ও ৪২ কোম্পানির বিরুদ্ধে জাপানের নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত
ইউক্রেনে আগ্রাসনের প্রতিবাদে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার তালিকায় ১১ ব্যক্তি ও ৪২টি কোম্পানিকে যুক্ত করেছে জাপান সরকার।
জাপানের এ তালিকায় যুক্ত হয়েছেন মস্কোর কেন্দ্রীয় নির্বাচন কমিশনের (সিইসি) সচিব নাতালিয়া বুদারিনা, সিইসির আরও পাঁচ সদস্য, কৌশলগত ক্ষেপণাস্ত্র কর্পোরেশনের প্রধান বরিস অবনোসভ, উরালভাগনজাভোদের মহাপরিচালক আলেকজান্ডার পোতাপভ এবং সয়ুজ এয়ারক্রাফট ইঞ্জিন সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল কমপ্লেক্সের প্রধান ডিজাইনার এমক্রিচ ওক্রোয়ান।
কালো তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রাশিয়ার হীরা খনি কোম্পানি আলরোসা, উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান তুপোলেভ ও ইলিউশিন।
জাপানে যেসব কোম্পানির কোনো সম্পদ পাওয়া গেলে জব্দ করা হবে সেই তালিকায় রয়েছে- রাশিয়ান ফেডারেল নিউক্লিয়ার সেন্টার, চেলিয়াবিনস্ক ট্র্যাক্টর প্ল্যান্ট, দেগটিয়ারিয়ভ প্ল্যান্ট, ইজেভস্ক কুপোল ইলেক্ট্রোমেকানিকাল প্ল্যান্ট, পের্ম পাউডার প্ল্যান্ট, নিঝনি নভগোরোদ প্ল্যান্ট, আরজামাস ইনস্ট্রুমেন্ট-বিল্ডিং প্ল্যান্ট।
ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে এ পর্যন্ত কয়েক ধাপে এক হাজারেরও বেশি ব্যক্তি এবং রাশিয়ার দেড়শোরও বেশি সংস্থাকে নিষেধাজ্ঞা দিয়েছে জাপান।