শীতে তুরস্ক-গ্রিস সীমান্তে প্রাণ হারালেন ১২ অভিবাসনপ্রত্যাশী
শীতে তুরস্ক-গ্রিস সীমান্তে প্রাণ হারালেন ১২ অভিবাসনপ্রত্যাশী। ছবি: সংগৃহীত
প্রচন্ড শীতে তুরস্ক-গ্রিস সীমান্তে ১২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। মৃত্যুর এ ঘটনায় দেশ দুটি একে অপরকে দায়ী করছে।
বুধবার (০২ ফেব্রুয়ারি) তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সয়লু বলেন, প্রতিবেশী গ্রিস থেকে ফেরত পাঠানোর পর উত্তর-পশ্চিম তুরস্কে অন্তত ১২ অনিয়মিত অভিবাসীকে হিমায়িত অবস্থায় পাওয়া গেছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
এক টুইটবার্তায় সয়লু অভিযোগ করেন, অভিবাসনপ্রত্যাশী ২২ জনের একটি দল সীমান্ত পেরেনোর সময় গ্রিসের সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়েন। এরপর তাদের শীতের কাপড় ও জুতা রেখে দিয়ে তুরস্কের পথে ফেরত পাঠায় সীমান্তরক্ষী বাহিনী। ফিরতি পথে তুরস্কে আসার সময় ঠাণ্ডায় জমে তাদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়।
তবে এই অভিবাসীরা কোন দেশের- তা টুইটে জানাননি তিনি।
এদিকে তুরস্ক স্বরাষ্ট্রমন্ত্রীর এই অভিযোগকে ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন গ্রিসের অভিবাসনবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নোটিস মিটারাচি।
মিটারাচি বুধবার এক বিবৃতিতে বলেন, অভিবাসনপ্রত্যাশীরা সীমান্ত এলাকা পর্যন্ত আসতেই পারেনি। তারা এলে গ্রিসের সীমান্তরক্ষী বাহিনী তাদের সঙ্গে এমন আচরণ করত না। সুতরাং তুরস্কের এই অভিযোগের কোনো ভিত্তি নেই।
আরএ