লোকসভা নির্বাচন: পশ্চিমবঙ্গে এগিয়ে মমতার তৃণমূল কংগ্রেস
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
সব ধরনের শঙ্কা কাটিয়ে ভারতের পশ্চিমবঙ্গের ৪২ আসনে শক্ত অবস্থানে রয়েছেন রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন দলটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধী ইন্ডিয়া জোটে কাগজপত্রে রয়েছে।
তবে, আসন ভাগাভাগি আলোচনায় ব্যর্থ হওয়ার পর রাজ্যটিতে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন জাতীয় কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনি লড়াইয়ে রয়েছে। এই রাজ্যে লোকসভার আসন ৪২টি। এর মধ্যে তৃণমূল কংগ্রেস ২৮ আসনে এগিয়ে রয়েছে।
মঙ্গলবার (৪ জুন) বেলা পৌনে ১২টার দিকে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পশ্চিমবঙ্গে ৩৩ আসনে এগিয়ে আছে। নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে আছে ৯ আসনে।
তবে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন বলছে, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ২৮ আসনে এগিয়ে। এনডিএ জোট এগিয়ে আছে ১১ আসনে। কংগ্রেস একটি আসনে এগিয়ে।
উল্লেখ্য, এই লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গকে অন্যতম লড়াইয়ের ক্ষেত্র হিসেবে ধরা হয়েছে। বিজেপি মমতা ব্যানার্জি ও তৃণমূলের কাছ থেকে এটি ছিনিয়ে নিতে ব্যাপক প্রচার প্রচারণা করছে৷ এ রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা পেলে তাদের প্রাথমিক লক্ষ্যমাত্রা ৩৭০ আসন পেতেও সহায়ক হবে।