বিজেপি মোকাবেলায় গণআন্দোলনের আহ্বান বামপন্থী নেতার
দীপঙ্কর ভট্টাচার্য
পশ্চিমবঙ্গে গণআন্দোলন বিজেপি মোকাবেলায় গণআন্দোলন গড়ে তুলতে বামপন্থীদের ভূমিকার কথা আবারও তুলে ধরেছেন সিপিআই (এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য।
পশ্চিমবঙ্গে সিপিআই (এমএল) লিবারেশন সেভাবে সাংগঠনিক শক্তি অর্জন করতে পারেনি। ব্যর্থতা স্বীকার করে তিনি বলেন, ‘বিধানসভার পর পরিস্থিতি একটু ভালো। কারণ, বিজেপির উচ্চকিত কোলাহলে অনেকেই ভেবেছিলেন, রাজ্যে এবার বিজেপি সরকার আধিপত্য করবে; কিন্তু দেখা গেল বিজেপি তার ধারেকাছেও যেতে ব্যর্থ হয়।‘
‘এই মুহূর্তে বামপন্থীদের কাজ হওয়া উচিত বিজেপিকে রাজ্যে তৃতীয় শক্তিতে পরিণত করা। তৃণমূল ক্ষমতায় আছে। সেখানে বামপন্থীদের প্রধান বিরোধী শক্তি হিসেবে ওঠে আসতে হবে।’
এজন্য রাজ্যে বড় গণ আন্দোলন গড়ে তুলতে বামশক্তির পুনরুত্থান দরকার বলে মনে করছেন তিনি।
শনিবার (২০ নভেম্বর) পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার একটি লাইভ অনুষ্ঠানে দীপঙ্কর ভট্টাচার্য এসব কথা বলেন।
দীপঙ্কর আরও বলেন, ’২০১৪ সালে নরেন্দ্র মোদির সরকার তৈরি হওয়ার সময় থেকে দেশের রাজনীতিতে একটি নতুন বিভক্তি তৈরি হয়েছে। মোদি-যোগিরা নেতৃত্ব দিচ্ছেন এক সম্পূর্ণ নতুন ধারার রাজনীতির। সেখানে বামপন্থা বা অবামপন্থা নিয়ে আলোচনার সময় নেই। রাজনীতির সম্পূর্ণ নতুন এই পর্যায়ে বামপন্থীদের সব বিজেপিবিরোধী শক্তিকে নিয়ে গণআন্দোলনের পথে যেতে হবে।‘
এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে দীপঙ্কর ভট্টাচার্য আলোচনা করেন পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট নিয়ে। তিনি বলেন, ‘বাংলার মানুষ বিজেপিকে রুখতে হাতের কাছে তৃণমূলকে বেছে নিয়েছে। কারণ গণতন্ত্রপ্রিয় মানুষমাত্রই জানেন, বিজেপির চেয়ে অন্য যে কোনো দল অনেক ভালো।’
লিবারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘ভোটের আগেই আমরা স্পষ্ট করে দিয়েছিলাম প্রধান শত্রু বিজেপির কথা। আমরা চেয়েছিলাম, বামপন্থীরা রাজ্যে বিজেপিকেই এক নম্বর টার্গেট হিসেবে চিহ্নিত করুক। তা হলে হয়তো পরিস্থিতি একটু অন্যরকম হতো; কিন্তু বিজেপিকে প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করতে পারলেন না আমার সিপিএমের বন্ধুরা।’
দীপঙ্করের মতে, বিজেপিকে প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করা গেলে ভোটের ফলও হয়তো কিছুটা ভিন্ন হতো। তিনি বলেন, ‘সে ক্ষেত্রে তৃণমূল ক্ষমতায় থাকলেও আসন হয়তো কমে ২০০ হতো। বিজেপির আসন কমে ৫০-এর আশেপাশে থাকতো। বামপন্থীদের থাকতো অন্তত ২০-২৫টি আসন।’
টিটি/এসএ/এমএমএ/