শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪ | ২৩ কার্তিক ১৪৩১
Dhaka Prokash
Header Ad

গাজায় ফাঁদে ফেলে ইসরায়েলি সৈন্যদের বন্দী করার দাবি হামাসের

ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলের একদল সৈনিককে ফাঁদে ফেলে বন্দী করার দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড। একটি রেকর্ড করা অডিও বার্তায় এই দাবি করে ফিলিস্তিনি গ্রুপটি। গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের সময় তাদের বন্দী করা হয় বলে এতে জানানো হয়।

কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা অবশ্য কতজন ইসরায়েলি সৈন্যকে বন্দী করা হয়েছে, সে তথ্য দেননি। তবে তিনি জানিয়েছেন, ওই ইসরায়েলি সৈন্যদলে যত সৈন্য ছিল তারা সবাই হয় নিহত বা আহত অথবা বন্দী হয়েছে। হামাস এ নিয়ে একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যায়, ফিলিস্তিনি যোদ্ধারা এক ইসরায়েলি সৈন্যকে টেনে হামাসের একটি সুড়ঙ্গে নিয়ে যাচ্ছে।

উত্তর গাজার জাবালিয়ায় এ ঘটনা ঘটে বলে জানানো হয়েছে। এখানে আগে থেকেই ইসরায়েলি সৈন্যরা প্রবল প্রতিরোধের মুখে পড়ছিল।

ইসরায়েলি সেনাবাহিনী অবশ্য হামাস যোদ্ধাদের হাতে তাদের সৈন্য আটক হওয়ার দাবি অস্বীকার করেছে।

ইসরায়েলি সেনাবাহিনী এক্স পোস্টে জানায়, “ইসরায়েলি সেনাবাহিনী স্পষ্ট করছে যে তাদের কোনও সৈন্য অপহরণ বা দুর্ঘটনার শিকার হয়নি।”

‘ফাইটিং কম্পাউন্ড’ ব্যবহার করে তীব্র লড়াই করছে হামাস: গাজার ফিলিস্তিনি যোদ্ধারা উত্তরাঞ্চলের জাবালিয়া উদ্বাস্তু শিবিরে ‘ফাইটিং কম্পাউন্ড’ প্রতিষ্ঠা করেছে। এর ফলে তারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে বিভিন্ন ভবনের মধ্য দিয়ে দ্রুত এবং নিরাপদে চলাচল করতে পারছে। এতে করে আগের মতো তাদেরকে রাস্তায় দেখা যাচ্ছে না। আর রাস্তায় তাদের দেখামাত্র ইসরায়েলি হামলার যে শিকার হতো, তা থেকেও রক্ষা পাচ্ছে। যুদ্ধ পর্যবেক্ষকেরা এ তথ্য জানিয়েছেন।

ইসরায়েলি বাহিনী ১১ মে থেকে জাবালিয়ায় যুদ্ধ করছে। তারা জানিয়েছে, এই এলাকার ফিলিস্তিনি যোদ্ধারা গাজার অন্যান্য অংশের চেয়ে অনেক বেশি ‘সাহসী’ আর তারা এখন পর্যন্ত যুদ্ধে সবচেয়ে সহিংসভাবে লড়াই করছে। ইনস্টিটিউট ফর দি স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) এবং ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট (সিটিপি) তাদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

 

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিরক্ষা থিঙ্ক ট্যাঙ্ক জানিয়েছে, জাবালিয়া দখল করার জন্য দুই সপ্তাহ ধরে চলা যুদ্ধে দেখা যাচ্ছে যে হামাস ‘সেখানে পরিকল্পিত প্রতিরোধ গড়ে তুলেছে’ এবং ইসরায়েলি বাহিনীর ওপর তাদের ‘অস্বাভাবিক উচ্চ মাত্রার আক্রমণ’ প্রমাণ করেছ যে হামাস এখনও তাদের ‘যুদ্ধ ক্ষমতা কার্যকর’ রাখতে পেরেছে। এমনকি অক্টোবরে তাদের জাবালিয়া কমান্ডার নিহত হওয়া সত্ত্বেও তারা দুর্বল হয়নি।

আইএসডব্লিউ/সিটিপি জানায়, ‘হামাস তার সামরিক শাখাকে প্রচলিত সামরিক বাহিনীর মতো সংঘবদ্ধ করেছে এবং তা পরিচালনার জন্য অভিজ্ঞ সামরিক কমান্ডারদের ব্যাপক বিকল্প তৈরি করেছে।’

তারা জানায়, ইসরায়েলি সামরিক বাহিনীর তীব্র চাপ সত্ত্বেও অব্যাহতভাবে যুদ্ধ করার জন্য হামাস এই প্রচলিত সামরিক কাঠামো ব্যবহার করছে। সূত্র: আল-জাজিরা, রয়টার্স

Header Ad

তারা জাতিকে ধোঁকা দিয়েছে, জুলুম করেছে : ড. শফিকুর রহমান

ছবি: সংগৃহীত

শেখ হাসিনার সরকার জাতিকে ধোঁকা দিয়ে জুলুম করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৮ নভেম্বর) নীলফামারী জেলার বড়মাঠে আয়োজিত জেলা জামায়াতে ইসলামী কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘একজন শাসক প্রায় সাড়ে ১৫ বছর ধরে দেশের শাসনভার ধারণ করেছেন। যখন তিনি কিছু বলতেন, তখন সাধারণ মানুষ বলতো, ‘ও হাসিনা, আমরা আর হাসি না!’ তিনি মানুষের সঙ্গে খেলা করতেন, তাদের উত্তেজিত করে হাসানোর চেষ্টা করতেন। তবে তার শাসনামলে যে কিছুই হয়নি, তা আজ সকলেই জানে।’

তিনি অভিযোগ করেন, ‘এই শাসকরা কেবল জাতিকে ধোঁকা দিয়েছে, তার চেয়েও বড় কথা, তারা মানুষকে নির্যাতন করেছে, গুম করেছে, হাজারো মায়ের বুক খালি করেছে। হাজার হাজার মানুষের বাড়ি-ঘর তছনছ করেছে এবং গণহত্যার মতো ভয়াবহ অপরাধ ঘটিয়েছে। তারা বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের গ্রেফতার করেছে, এমনকি জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর অফিস সিলগালা করে দিয়েছে।’

ড. শফিকুর রহমান আরও বলেন, ‘এই উত্তরাঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। জামায়াতে ইসলামী মনে করে, এই অঞ্চলের মানুষের ঋণ পরিশোধ করা আমাদের দায়িত্ব। আমরা কোনোদিনও উত্তরবঙ্গের মানুষের উন্নয়নকে উপেক্ষা করবো না, আমরা তাদের পাশে আছি।’

কর্মী সম্মেলনে জামায়াতে ইসলামী জেলা আমীর আব্দুস সাত্তার সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

সম্মেলনে স্থানীয় নেতৃবৃন্দ ও দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন।

Header Ad

জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না: তারেক রহমান

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র তাদের পথ থেকে সরাতে পারবে না। শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত শোভাযাত্রা পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই বক্তব্য দেন তিনি।

তারেক রহমান বলেন, আজকের সমাবেশ ও শোভাযাত্রা কোনো ব্যক্তির বিরুদ্ধে প্রতিবাদ নয়, বরং দেশের স্বার্থ রক্ষায় এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার মিছিল। এই মিছিল গণতন্ত্র, সার্বভৌমত্ব ও একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমাদের সংগ্রামের প্রতীক। দেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদের স্বাধীনতা বিপন্ন করতে পারবে না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, রাজধানীর এই রাজপথে লাখো জনতার অংশগ্রহণ জাতীয়তাবাদী আদর্শের শিক্ষায় দীক্ষিত করার মিছিল, যেখানে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের হতাহত অসংখ্য ছাত্র-জনতা ও শহীদদের স্বপ্নকে বাস্তবায়নের প্রত্যয় রয়েছে। এটাই তাদের মিছিলের মূল বার্তা।

দেশের স্বার্থবিরোধী অপশক্তির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তারেক রহমান বলেন, “আজকের এই মিছিল কারও বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তোলার জন্য নয়, এটি বাংলাদেশের স্বার্থ রক্ষার মিছিল, জনগণের ভোটাধিকার ও নিজেদের অধিকার প্রতিষ্ঠার মিছিল।”

তিনি আরও বলেন, “কখনো যেন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সে জন্য জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া অত্যন্ত জরুরি। জনগণের সরাসরি ভোটাধিকার নিশ্চিত করা না গেলে গণতন্ত্রের সুফলও পাওয়া যাবে না এবং সাধারণ মানুষ বাজার সিন্ডিকেটের মতো অভিশাপ থেকে মুক্তি পাবে না।”

তারেক রহমান সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “গণতন্ত্রবিরোধী শক্তির ষড়যন্ত্র এখনও থেমে নেই। পলাতক স্বৈরাচারের দোসররা দেশে-বিদেশে এবং প্রশাসনের বিভিন্ন স্তরে সক্রিয় রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার চেষ্টা চলছে। তবে এই সরকারকে জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বক্তব্য দেন। সমাবেশ শেষে বিকেল সাড়ে ৩টায় শোভাযাত্রা শুরু হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়।

Header Ad

প্যারিসে পিনাকী ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন আসিফ মাহমুদ

প্যারিসে পিনাকী ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন আসিফ মাহমুদ। ছবি: সংগৃহীত

ফ্রান্সের প্যারিসে অবস্থানরত লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছেন শ্রম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এসময় দুইজনকে হাস্যজ্বল দেখা গেছে।

বিষয়টি জানিয়ে পিনাকী সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে লিখেছেন, আসিফ আসছে প্যারিসে, আমার সাথে দেখা করতে। এর সঙ্গে যুক্ত করেছেন ভালোবাসার ইমোজি।

সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) একটি অনুষ্ঠানে যোগ দিতে সেখানে যান আসিফ মাহমুদ।

জানা যায়, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদের নেতৃত্বে আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। সেখান থেকে আসিফ মাহমুদ ফান্সের প্যারিসে গিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

নেটিজেনরা বেশ গুরুত্বের সঙ্গেই এই সাক্ষাৎ নিয়েছেন। একজন লিখেছেন, ২৪ এর নায়ক পিনাকি দাদা ও আসিফ মাহমুদকে একসাথে দেখে মনটা ভরে গেলো। বিপ্লবী সরকারের সফলতার জন্য পিনাকি দাদাকে কিভাবে সরাসরি কাজে লাগানো যায়, সে বিষয়ে আসিফ মাহমুদ গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করি। দু'জনের জন্যে অনেক অনেক শুভকামনা ও আশীর্বাদ রইল।

সম্প্রতি উপদেষ্টা আসিফ নজরুল সুইজারল্যান্ড সফরে গেছেন। একইসঙ্গে সুইজারল্যান্ড গেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

Header Ad

সর্বশেষ সংবাদ

তারা জাতিকে ধোঁকা দিয়েছে, জুলুম করেছে : ড. শফিকুর রহমান
জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না: তারেক রহমান
প্যারিসে পিনাকী ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন আসিফ মাহমুদ
জেনেভা বিমানবন্দরে আসিফ নজরুলকে হেনস্তা, তারেক রহমানের তীব্র নিন্দা
ভাতিজিকে ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ হারালেন চাচা
জন্মসূত্রে নাগরিকত্ব প্রথা বাতিল হচ্ছে যুক্তরাষ্ট্রে
বাংলাদেশে এখন গণতন্ত্র ছাড়া অন্য কিছু চলবে না: মির্জা ফখরুল
ট্রাম্প ক্ষমতায় আসলেও হাসিনার আসার সুযোগ নেই: মাহমুদুর রহমান
বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক ড্রাইভার এর মৃত্যু
শোভাযাত্রায় যোগ দিতে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের ঢল
কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাসে আগুন
তিনটি পর্বতারোহণে রেকর্ড গড়লেন পাবনার তৌকির
ইসরায়েলি হামলায় গাজা ও লেবাননে আরও শতাধিক নিহত
আবারও এমবাপ্পেকে ছাড়াই ফ্রান্সের দল ঘোষণা
চিফ অফ স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে নিয়োগ দিলেন ট্রাম্প
নারী ফুটবলারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জুমার নামাজ ছেড়ে দেয়ার ভয়াবহ শাস্তি
স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে, সরবরাহ বাড়ানোর তাগিদ
সুইজারল্যান্ডে হেনস্তার শিকার উপদেষ্টা আসিফ নজরুল
দুপুরে রাজধানীতে বিএনপির র‍্যালি, বক্তব্য রাখবেন তারেক রহমান