‘বর্ণবাদী’ বলায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সমালোচনা ইসরায়েলের
ইসরায়েলকে ‘বর্ণবাদী’ বলায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তীব্র সমালোচনা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। ইয়ার লাপিদ উল্টো সংস্থাটির বিরুদ্ধে বেশকিছু অভিযোগ এনেছেন। তার দাবি, অতীতে তারা অনেক সাফল্যের সঙ্গে কাজ করেছে। তবে বর্তমানে তারা যা করছে, তা মানবাধিকার সংস্থার কাজ না। ইসরায়েলের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়, একটি ইহুদি রাষ্ট্র হিসেবে টিকে থাকার ইসরায়েলের যে অধিকার রয়েছে, এই রিপোর্ট তা অগ্রাহ্য করেছে। ইতিহাস বিকৃতি করে ইসরায়েলকে দানব বানানোর চেষ্টা হয়েছে, ইহুদি বিদ্বেষে উসকানি দেওয়া হয়েছে বলেও অভিযোগ ইসরায়েলের।
ইসরাইল সমালোচনা করলেও প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। এমনকি হামাসও এই রিপোর্টকে সত্য বলে দাবি করেছে। হামাসের এক মুখপাত্র বলেন, ‘ফিলিস্তিন সরকার দীর্ঘদিন ধরে যে অভিযোগ করে আসছে রিপোর্টেও সেটিই এসেছে। আন্তর্জাতিক মহলের উচিত ইসরায়েলকে সব ধরনের সহযোগিতা বন্ধ করে দেওয়া।’
তিনি আরও বলেন, ‘আমরা এই প্রতিবেদনকে স্বাগত জানাচ্ছি। তারা সাধারণ ফিলিস্তিনিদের সঙ্গে অমানবিক আচরণ করে আসছে। সবার দায়িত্ব ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে কাজ করা।’
মঙ্গলবার প্রকাশিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নতুন প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের ভেতর এবং অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ব্যাপারে ইসরায়েল যে নীতি, আইন, আচরণ প্রয়োগ করে তা ‘আ্যাপারথাইড’, অর্থাৎ প্রাতিষ্ঠানিক বর্ণবাদের সমতুল্য।
রিপোর্টে বলা হয়েছে ইসরায়েল এমন একটি নির্যাতনমূলক প্রাতিষ্ঠানিক ব্যবস্থা কায়েম করেছে যা প্রয়োগ করে ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর কর্তৃত্ব ফলানো যায়।
প্রতিবেদনে বলা হয়, ‘ইসরায়েলের ইহুদিদের স্বার্থে ফিলিস্তিনিদের উপর নির্যাতন এবং তাদের ওপর কর্তৃত্ব এবং প্রাধান্য বজায় রাখতে ইসরায়েল রাষ্ট্র একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা কায়েম করেছে।’
আন্তর্জাতিক আইনে এ ধরনের ‘অ্যাপারথাইড’ অর্থাৎ নির্যাতন এবং বৈষম্যমূলক আইনের মাধ্যমে একটি জনগোষ্ঠীর উপর অন্য জনগোষ্ঠীর কর্তৃত্ব এবং শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করা হয়।
এসএ/