আজ ভারতে মোদি-পুতিন বৈঠক
ভারত-রাশিয়া শীর্ষ সম্মেলনের জন্য আজ ভারত আসার কথা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এনডিটিভি জানায়।
২০১৯ সালের নভেম্বরে ব্রাসিলিয়ায় ব্রিকস সম্মেলনের পরে দুই দেশের রাষ্ট্র প্রধানের মধ্যে এটিই প্রথম বৈঠক হতে যাচ্ছে। সম্মেলনে মোদি ও পুতিন দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সম্ভাবনা ও কৌশলগত অংশীদারিত্ব জোরদারের বিষয়ে আলোচনা করবেন।
রুশ প্রেসিডেন্ট মাত্র কয়েক ঘন্টার সফরে সোমবার দুপুরের ভারতে পৌঁছাবেন। সোমবার রাত সাড়ে নয়টার দিকে রাশিয়ার উদ্দেশে রওনা দেবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সন্ধ্যা সাড়ে পাঁচটায় হায়দারাবাদ হাউসে দুই নেতার বৈঠক হবে। করোনার ওমিক্রন ভাইরাস নিয়ে উদ্বেগের কারণে কোভিড প্রোটোকলের পরিপ্রেক্ষিতে দুই দেশের আলাপ আলোচনায় অংশগ্রহণকারী কর্মকর্তাদের সংখ্যা সীমিত রাখা হয়েছে।
রাষ্ট্রপ্রধানদের মধ্যে আলোচনার পর বেশ কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। সম্মেলন শুরুর আগে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী পর্যায়েও বৈঠক হওয়ার কথা রয়েছে।
কেএফ/