সংসদের ভেতরে বিউটি পার্লারের দাবি নারী এমপিদের
ছবি: সংগৃহীত
সংসদের ভেতরেই বিউটি পার্লারের দাবির কথা জানিয়েছেন উগান্ডার নারী সংসদ সদস্যরা। মাঝে মধ্যে তাদের চুল এলোমেলো হয়ে যায়, আর তা ঠিক করার জন্য পার্লামেন্টে বিউটি সেলুনের প্রয়োজন অনুভব করছেন তারা। বৃহস্পতিবার (১১ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
বিবিসি বলছে, উগান্ডার পার্লামেন্টের নারী সদস্যরা (সংসদে) তাদের অংশগ্রহণ বাড়ানোর জন্য সংসদে একটি ইন-হাউস সেলুন খোলার দাবি জানিয়েছেন।
পূর্ব আফ্রিকার এই দেশটির পার্লামেন্টে সম্প্রতি জিম বা ব্যায়ামাগার চালু করা হয়েছে। কিন্তু নারী সংসদ সদস্যরা বলছেন, জোরালো ব্যায়াম তাদের চুলকে এলোমেলো করে দেয়, যার ফলে এখন অল্প সংখ্যক নারী সংসদ সদস্য এই সুবিধা ব্যবহার করতে ইচ্ছুক।