ব্রাসেলসে করোনা নিষেধাজ্ঞাবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ
ছবি : সংগৃহীত
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আরোপিত করোনা বিধিনিষেধের বিপক্ষে বিক্ষোভ করছে নগরবাসী। রবিবার (৫ ডিসেম্বর) করোনা বিধিনিষেধের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর ওপর পাথর নিক্ষেপ করে বিক্ষোভকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও জল কামান ব্যবহার করেছে পুলিশ।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠানগুলোর কার্যালয় ব্রাসেলসের যে এলাকায় অবস্থিত সেই এলাকায় গতকাল রবিবার শান্তিপূর্ণ মিছিল করে কয়েক হাজার বিক্ষোভকারী। কিছু বিক্ষোভকারী পুলিশের ওপর পাথর নিক্ষেপ করলে জবাবে টিয়ারগ্যাস ও জল কামান প্রয়োগ করে নিরাপত্তা বাহিনী।
বিক্ষোভকারীরা গত অক্টোবরে আরোপ করা নিষেধাজ্ঞার বিরোধিতা করছেন। এই নিষেধাজ্ঞায় রেস্টুরেন্ট ও বারে প্রবেশ করতে কোভিড-১৯ পাস দেখানো বাধ্যতামূলক করা হয়। বিক্ষোভকারীরা বলছেন, এই নিষেধাজ্ঞা বৈষম্যমূলক।
ইউরোপের সর্বোচ্চ হারের সংক্রমণ ঠেকাতে শুক্রবার নতুন করে বিধিনিষেধ আরোপ করলে বিক্ষোভ শুরু হয়। এদিন প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের মাস্ক বাধ্যতামূলক করা হয় এবং স্কুল ছুটি বাড়ানো হয়।
উল্লেখ্য, নভেম্বরের শেষ দিকেও ব্রাসেলসে বিপুল সংখ্যক বিক্ষোভকারী পুলিশের সঙ্গে সহিংস বিক্ষোভে জড়ায়। ওই ঘটনার পর বহু মানুষকে গ্রেফতার করা হয়।
টিটি/