বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ | ১ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

হজে গিয়ে ১১ বছর পর হারানো সন্তানকে খুঁজে পেলেন সিরিয়ান মা

১১ বছর পর হারানো সন্তানকে খুঁজে পেলেন মা। ছবি: সংগৃহীত

১১ বছর আগে সিরিয়ার ভয়াবহ যুদ্ধে ৪ বছরের শিশু সন্তানকে হারিয়েছিলেন এক মা। এরপর প্রায় এক যুগ খুঁজে বেড়িয়েছেন বিভিন্ন জায়গা। সম্প্রতি দীর্ঘ অমানিশার শেষে আলোর দেখা পান তিনি।

পবিত্র ওমরাহ হজ পালনে সৌদি আরবে গিয়ে দেখা পান হারিয়ে যাওয়া সেই সন্তানের! মা-ছেলের মিলনের সেই দৃশ্য ছাড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে। সন্তানকে নিজের কোলে ফিরে পেয়ে বুকে জাপ্টে ধরে কান্নায় বুক ভাসালেন মা।

ইসলামিক ইনফরমেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর কয়েক বছর পর ভয়াবহ বোমা হামলার শিকার হয় সাফওয়ানের পরিবার। নির্বিচার হামলা ধ্বংস হয়ে যায় তাদের গোটা গ্রাম। নিহত হয় শতশত মানুষ। সে সময় থেকে কোথাও আর পাওয়া যায়নি ছোট্ট সাফওয়ান আনসারীকে।

হারিয়ে যাওয়ার পর বেশ কয়েকজনের হাত ঘুরে সবশেষ একটি পরিবারে আশ্রয় পায় শিশু সাফওয়ান। তারা নিজেদের সন্তানের মতোই তাকে বড় করে। চলতি রমজানে ওমরাহ পালনে সৌদি আরব যান ওই দম্পতি। ভাগ্যক্রমে একই সময়ে ওমরাহ করতে আসেন সাফওয়ানের মা। সেখানে নাটকীয়ভাবে তাদের দেখা হয় ।

মূলত বিভিন্ন সংস্থার মাধ্যমে সাফওয়ানকে খুঁজে বেড়াচ্ছিলেন তার মা। অন্যদিকে যাদের কাছে সে বড় হচ্ছিল, তাদেরও চাওয়া ছিল শিশুটি যেন তার পরিবার খুঁজে পায়। আর এ জন্য তার ছবি ও তথ্য বেশকিছু সংস্থার ওয়েবসাইটে দিয়েছিলেন পরিবারটি।

অবশেষে সংস্থাগুলো যখন মা-ছেলের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়, তখন উভয় পরিবারই মক্কায় ওমরাহ পালন করছিলেন। বিষয়টি তাদের জানানোর পর তাদের মাধ্যমে মা সন্তানের পুনর্মিলনের ব্যবস্থা করেন।

Header Ad
Header Ad

সংস্কারের আগে ডাকসুর নির্বাচন নয়: ঢাবি ছাত্রদল

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গঠনতন্ত্রে ১৮টি এবং হল সংসদে ২২টি সংস্কার প্রস্তাবসহ মোট ৩৭৭টি সংস্কার প্রস্তাবনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল।

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে এসব সংস্কার প্রস্তাব জমা দেওয়ার পর ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

তিনি বলেন, "ডাকসুর বিদ্যমান গঠনতন্ত্র রেখে ছাত্রদের রাজনৈতিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয়।"

এ বিষয়ে তিনি আরও জানান, চব্বিশ পরবর্তী ডাকসু নির্বাচনে ছাত্রদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটার তালিকা, কার্যাবলি, উপদেষ্টা পরিষদ এবং নির্বাহী পরিষদের সংস্কারের পাশাপাশি নির্বাচন ব্যবস্থার আমূল পরিবর্তনের প্রস্তাবনা দিয়েছে সংগঠনটি।

 

ছবি: সংগৃহীত

তাছাড়া, ডাকসুর গঠনতন্ত্রে নারী সহ-সভাপতি এবং সহ-সাধারণ সম্পাদক পদ সৃষ্টি ছাড়াও পাঁচটি নতুন সম্পাদক পদের সংযোজনের সুপারিশ করেছে ছাত্রদল।

সংবাদ সম্মেলনে নাহিদুজ্জামান শিপন বলেন, "আমরা চাই ডাকসুর নির্বাচনী প্রক্রিয়া হবে সবার জন্য সমান সুযোগদানের ক্ষেত্র। তাই এসব সংস্কার ছাড়া নির্বাচনের পরিবেশ তৈরি সম্ভব নয়।"

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে এসব প্রস্তাবনার বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

Header Ad
Header Ad

বেনাপোলে বিজিবি ও বিএসএফের সেক্টর পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত

ছবি: ঢাকাপ্রকাশ

বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের সেক্টর পর্যায়ের সীমান্ত সম্মেলন বেনাপোল সদর বিজিবি ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় এই সম্মেলনে অংশ নিতে ভারতের বিএসএফের ডিআইজি সাউথ বেঙ্গল কলকাতা তারানী কুমারের নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধি দল বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হাসান চৌধুরী এবং যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী তাদের শুভেচ্ছা জানান। বেনাপোল আইসিপি ক্যাম্পের সামনে বিএসএফ দলটিকে ফুল দিয়ে বরণ করা হয়। একইভাবে বিএসএফের পক্ষ থেকেও বিজিবি দলকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

সীমান্তে শৃঙ্খলা বজায় রাখা, চোরাচালান প্রতিরোধ এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে আয়োজিত এই সম্মেলন উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বিজিবির খুলনা সেক্টর সদর দফতরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মো. খসরু রায়হান।

Header Ad
Header Ad

হত্যার বিচার না করতে পারলে আমাদের বাঁচার অধিকার নেই: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টের হত্যার বিচার করতে না পারলে আমাদের বেঁচে থাকার অধিকার নেই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার (১৫ জানুয়ারি) সকালে বাংলা একাডেমিতে ‘দ্য জুলাই রেভ্যুলেশন: এভিডেন্স অব এট্রোসিটি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আইন উপদেষ্টা বলেন, জুলাই-আগষ্টের হত্যার বিচার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার, মার্চ মাস থেকে শুনানি শুরু হবে ট্রাইব্যুনালে। বিচার করতে না পারলে আমাদের বেঁচে থাকার অধিকার নেই। যত দ্রুত সম্ভব বিচার করব।

আইন উপদেষ্টা বলেন, আগামী ৩১ জানুয়ারির মধ্যে কমিশনগুলো পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে। এরপর প্রতিবেদনগুলোর কিছু সমন্বয় করা হবে। তাছাড়া, কোনটি সংস্কারে অগ্রাধিকার দিতে হবে তা ঠিক করতেও কিছুটা সময় লাগবে।

তিনি আরও বলেন, বিচার কার্যক্রম অত্যন্ত সাবলীলভাবে চলছে। আন্তর্জাতিক অপরাধকে সবচেয়ে গুরুত্ব দেয়া হয়েছে। সামনের নির্বাচনের আগেই ট্রায়াল কোর্টে বিচার শুরু করতে পারব।

রাজনৈতিক দল নিষিদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, দল নিষিদ্ধে বিভিন্ন আইন রয়েছে। আমরা বিচারিক প্রক্রিয়ার দিকে তাকিয়ে রয়েছি। রায় অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সংস্কারের আগে ডাকসুর নির্বাচন নয়: ঢাবি ছাত্রদল
বেনাপোলে বিজিবি ও বিএসএফের সেক্টর পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত
হত্যার বিচার না করতে পারলে আমাদের বাঁচার অধিকার নেই: আইন উপদেষ্টা
অনশনরত এসআইদের নেতৃত্বে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা
ডেসটিনির এমডিসহ ১৯ জনের ১২ বছরের কারাদণ্ড
বাম চোখে সমস্যা, শিশুর ডান চোখ অপারেশন করলেন চিকিৎসক
প্রধান উপদেষ্টার কাছে প্রস্তাব জমা দিলো চার সংস্কার কমিশন
পারিশ্রমিক না পাওয়ায় দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন বয়কট
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেপ্তার
নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন
ছাগল মতিউরকে ধরা হয়েছে, অন্যদেরও খুঁজে খুঁজে ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
দর্শনা বন্দর দিয়ে ভারত থেকে ২৪৫০ মেট্রিক টন চাল আমদানি
সারজিস আলমসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দের বিষয়ে যা জানা গেল
মসজিদুল হারামের প্রসিদ্ধ গাইড শেখ মোস্তফা দাব্বাগ মারা গেছেন
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ সব আসামি খালাস
গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সভাপতি রবিউল, সম্পাদক আবু জাফর
ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার
মধ্যরাতে সেন্টমার্টিনে ভয়াবহ আগুন, ৩ রিসোর্ট পুড়ে ছাই
এলপি গ্যাসের দাম বাড়ল