রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ | ১৪ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বিশ্বের সবচেয়ে ধনী ১০ দেশের তালিকা প্রকাশ

ছবি: সংগৃহীত

মোট দেশজ উৎপাদন (জিডিপি), মাথাপিছু আয় এবং জনগণের ক্রয়ক্ষমতা হিসেবে হিসেবে বিশ্বের শীর্ষ ১০টি ধনী দেশের তালিকা প্রকাশ করেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

এ তালিকায় শীর্ষে রয়েছে ইউরোপের ছোটো দেশ লুক্সেমবার্গ। মাত্র ২ হাজার ৫৮৬ বর্গকিলোমিটার আয়তনের দেশটির জনগণের মাথাপিছু আয় ১ লাখ ৪০ হাজার ৩১২ ডলার।

 

আইমএফের তালিকায় লুক্সেমবার্গের পরে রয়েছে যথাক্রমে:

আয়ারল্যান্ড- মাথাপিছু আয় ১ লাখ ১৭ হাজার ৯৮৮ ডলার

সুইজারল্যান্ড- মাথাপিছু আয় ১ লাখ ১০ হাজার ২৫১ ডলার

নরওয়ে- মাথাপিছু আয় ১ লাখ ২ হাজার ৪৬৫ ডলার

সিঙ্গাপুর- মাথাপিছু আয় ৯১ হাজার ৭৩৩ ডলার

আইসল্যান্ড- মাথাপিছু আয় ৮৭ হাজার ৮৭৫ ডলার

কাতার- মাথপিছু আয় ৮৪ হাজার ৯০৬ ডলার

যুক্তরাষ্ট্র- মাথাপিছু আয় ৮৩ হাজার ৬৬ ডলার

ডেনমার্ক- মাথাপিছু আয় ৭২ হাজার ৯৪০ ডলার

ম্যাকাও এসএআর- মাথাপিছু আয় ৭০ হাজার ১৩৫ ডলার

একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন পরিমাপের প্রধান সূচক হলো মোট দেশজ উৎপাদন বা জিডিপি হলো মূলত ওই দেশের বার্ষিক পণ্য-পরিষেবা উন্নয়নের সামষ্টিক হিসেব। এই হিসেবকে দেশটির মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে পাওয়া যায় ওই দেশের মাথাপিছু আয়।

তবে আইএমএফের এই তালিকায় মাথাপিছু আয়ের পাশাপাশি জনগণের গড় ক্রয়ক্ষমতাকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

আইএমএফের শীর্ষ ধনী দেশের তালিকা দুই প্রকারের হয়- বার্ষিক ও ত্রৈমাসিক। বুধবার যে তালিকায়টি প্রকাশ করেছে আইএমএফ, সেটি ত্রৈমাসিক।

Header Ad
Header Ad

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৮

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৫৭২ জন। এ সময় ১৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মোট আক্রান্ত হয়েছেন এক লাখ ১ হাজার ১৬ জন।

আজ রবিবার (২৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৪৩ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৮৩ জন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ১৬ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯৯ হাজার ৭৬১ জন। মারা গেছেন ৫৭২ জন, বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Header Ad
Header Ad

গয়েশ্বর রায়ের স্ত্রীর মৃত্যুতে তারেক রহমানের শোক প্রকাশ

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের স্ত্রী ঝর্ণা রায় (৭০) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার (২৯ ডিসেম্বর) ফেইজবুক ভেরিফায়েড পেজ এক পোষ্টের মাধ্যমে তিনি দুঃখ এবং শোক প্রকাশ করেন।

তারেক রহমান বলেন, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় এর সহধর্মিনী, বিএনপি'র প্রান্তিক জনশক্তি বিষয়ক সহ-সম্পাদক অপর্ণা রায় দাস এর মাতা ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী'র শ্বাশুড়ী ঝর্না রায় বার্ধক্যজনিত কারণে আজ বিকেল ৪ টায় রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমণ করেছেন।

তিনি আরও বলেন, ঝর্না রায় এর পরলোকগমণে তাঁর পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। একজন স্নেহশীল মাতা হিসেবে তিনি গভীর মাতৃস্নেহ ও কঠোর পরিশ্রম দিয়ে তাঁর সন্তানদের সুশিক্ষিত ও যোগ্য হিসেবে গড়ে তুলেছিলেন। তিনি তাঁর রাজনীতিবিদ স্বামীকে রাজনৈতিক সকল কর্মকান্ডে উৎসাহ ও অনুপ্রেরণা দিতেন।


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমি ঝর্না রায় এর আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

Header Ad
Header Ad

ভোটার তালিকায় যুবকদের আনতে চাই; সিইসি  

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুবকদের আনতে চাই। যুবকদের ভোটার তালিকায় যুক্ত করতে কিছু পরিবর্তন আনতে হবে।

রোববার (২৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি।

তিনি বলেন, সংস্কার কমিশন আমাদের সঙ্গে আলোচনা করতে এসেছে। কারণ উনারা সংস্কার কমিশনের প্রতিবেদন খুব শিগগিরই সরকারে কাছে দিয়ে দেবেন। আমাদের কোনো সুপারিশ বা বক্তব্য আছে কি না তা জানতে চেয়েছেন উনারা। আমরা বিভিন্ন বিষয়ে যেটা ফিল করছি সেগুলো জানিয়েছি।

কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে, জানতে চাইলে এ এম এম নাসির উদ্দীন বলেন, ডেলিমেটেশন সংক্রান্ত কিছু আছে, ভোটার তালিকা সংক্রান্ত কিছু আছে। এ ছাড়া যেগুলো নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ সেগুলোর বিষয়ে আমাদের কিছু সুপারিশ থাকবে। উনারা সুপারিশ করুক আর না করুক আমাদের তা অ্যাড্রেস করতে হবে। তা না হলে আমরা ডেলিমেটেশনটাকে অ্যাড্রেস করতে পারছি না। ভোটার তালিকায় যেহেতু যুবকদের আনতে চাই, সেহেতু এখানেও কিছু পরিবর্তন আনতে হবে। আমরা তাদের বিষয়গুলো জানতে চাইনি। আমাদের কী প্রয়োজন সেগুলো বলেছি।

রাজনৈতিক দলগুলো আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে, এটা কী সম্ভব? প্রধান উপদেষ্টাও বলে দিয়েছেন এটা নির্বাচন কমিশনের এখতিয়ার, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান উপদেষ্টা তো ঘোষণা দিয়েছেনই যে মিনিমাম সংস্কার করা হলে নতুন বছরের শেষের দিকে আর সংস্কার যদি সত্যিকার অর্থে করতে হয়, তাহলে পরের বছরের জুন মাস এসে যাবে। আমরা উনার বক্তব্যের আলোকে প্রস্তুতি নিয়ে রাখছি।

সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, সংস্কার প্রতিবেদন ৩১ ডিসেম্বরের মধ্যে দেওয়ার চেষ্টা করব, তা না হলে জানুয়ারির ৩ তারিখের মধ্যে দিয়ে দেব।

সাক্ষাতের বিষয়ে চাইলে তিনি বলেন, সংস্কার কমিশনের প্রধান হিসেবে উনাদের কাছে জানতে চেয়েছি, উনাদের কোনো প্রস্তাব আছে কি না। কমিশন তো স্টেকহোল্ডার, উনাদের কাছে জানতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে উনাদের কোনো সুপারিশ আছে কি না।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৮
গয়েশ্বর রায়ের স্ত্রীর মৃত্যুতে তারেক রহমানের শোক প্রকাশ
ভোটার তালিকায় যুবকদের আনতে চাই; সিইসি  
মারা গেছেন বিএনপি নেতা গয়েশ্বরের স্ত্রী ঝর্ণা রায়
মুজিবকোট পুড়িয়ে আ.লীগ থেকে পদত্যাগের ঘোষণা
ময়মনসিংহে মহুয়া ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকার সাথে ২ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ
কয়েক ঘন্টার ব্যবধানে তিনটি বিমান দুর্ঘটনা বিমানযাত্রায় বড় আতঙ্ক
কনসার্ট নয়, ক্রিকেটে বিনিয়োগ করতে হবে : তামিম ইকবাল
মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে ২ লাখ টাকায় কমলা কিনে প্রশংসায় ভাসছে এক প্রবাসী  
১৭৯ যাত্রীর প্রাণহানি: মাথা নুইয়ে জেজু এয়ারের সিইওর ক্ষমা প্রার্থনা
কখন কোথায় ও কীভাবে পাওয়া যাবে বিপিএলের টিকিট?
আশ্বাসে জাহাঙ্গীর গেট থেকে সরে গেলেন চাকরিচ্যুত সেনা সদস্যরা  
ব্যাংকখাতে ব্যর্থতার দায় কমবেশি সবার: গভর্নর
ব্যাংক লুট করছে একটি ইসলামি দল: রিজভী
পরপর তিন কন্যাসন্তান হওয়ায় স্ত্রীকে পুড়িয়ে মারলো স্বামী  
বাংলাদেশ ব্যাংকে চাকরির সুযোগ, লাগবে না আবেদন ফি
আমরা ইনভেস্ট করেছি পদ্মা সেতু ও টানেলে, সঠিক জায়গায় নয়: আমীর খসরু  
লিটন নয়, ঢাকার নেতৃত্ব পেলেন থিসারা পেরেরা
ছাত্র-জনতার আন্দোলনকে নিজেদের করে নিতে চায় বৈষম্যবিরোধীরা: মির্জা আব্বাস
সোমবার থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা