বিয়ে দিচ্ছেনা পরিবার, পুলিশের দ্বারস্থ হলেন যুবক
ছবি: সংগৃহীত
বিয়ে করার জন্য পরিবার কিংবা বন্ধু-বান্ধব কোরো কাছেই জানিয়ে কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হলেন সেই যুবক। বিয়ের জন্য পুলিশের কাছে লিখিতভাবে আবেদন জানান ৩২ বছরের ওই যুবক। ভারতের কেরালার কোল্লাম জেলায় এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বাবা-মা অনেক আগেই মারা গেছেন। সেই থেকে একাই থাকেন ওই যুবক। পরিবারের অন্যান্যরা ছড়িয়ে ছিটিয়ে আশপাশে থাকলেও অনিলের খবর কেউ খুব একটা নেন না। এই ‘একাকীত্ব’ জীবনের দুঃখ কাটাতেই বিয়ে করতে চান অনিল। থানায় গিয়ে তার জন্য মেয়ে খুঁজে দেওয়ার ‘আবদার’ জানালেন তিনি।
সকালে বাড়িতে বাড়িতে খবরের কাগজ বিলি করেন অনিল। তারপর লটারি বিক্রি করেন। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের থেকে অনুদানও পান। একার জীবন মোটামুটি চলে যায়। তবে ৩২ বছর বয়স হয়ে গেলেও এখনও জীবনসঙ্গী জোগাড় করতে পারেননি অনিল। আর এতেই তার মন খারাপ।
দুঃখের কথা বন্ধুদের জানিয়ে তার জন্য পাত্রী খুঁজতে সহযোগিতা চান। কিন্তু কারও কাছ থেকে কোনো সাহায্য না পেয়ে অবশেষে পুলিশের কাছে গেলেন তিনি। জন্ম থেকেই অনিল এক চোখে কিছুটা কম দেখেন। অনিল মনে করেন, এই কারণেই পাত্রী পাচ্ছেন না তিনি। পুলিশকে অনিল জানিয়েছেন, তিনি বিয়ে করতে চান। যে কোনো মেয়েকেই বিয়ে করতে রাজি তিনি। এমনকি, অনাথ হলেও আপত্তি নেই তার।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্ত করে অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। এই বিষয়টি ‘ঘটক’ এবং স্থানীয়দের জানানো ছাড়া তাদের কিছু করার নেই। তবে অনিল আশাবাদী পুলিশ ঠিক তার জন্য পাত্রী খুঁজে দেবে।