মালয়েশিয়ার ১৭তম রাজা হলেন সুলতান ইব্রাহিম
মালয়েশিয়ার ১৭তম রাজা সুলতান ইব্রাহিম। ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার ১৭তম রাজা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন সুলতান ইব্রাহিম। দেশটির ১৬তম রাজা আল-সুলতান আবদুল্লাহ সুলতান আহমেদ শাহের স্থলাভিষিক্ত হন তিনি। এর আগে তিনি মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় রাজ্য জোহরের সুলতান ছিলেন।
বুধবার (৩১ জানুয়ারি) রাজধানী কুয়ালালামপুরে ন্যাশনাল প্রাসাদে একটি অনুষ্ঠানে শপথ নিয়েছেন ৬৫ বছর বয়সী সুলতান ইব্রাহিম।
রয়টার্সের প্রতিবদনে বলা হয়, মালয়েশিয়ায় এক ধরনের ব্যতিক্রমী রাজতন্ত্র চালু আছে। দেশটির ৯টি প্রদেশে এক একটি প্রাচীন রাজ পরিবার রয়েছে। এসব পরিবার থেকেই চক্রাকারে প্রতি পাঁচ বছরের জন্য বেছে নেওয়া হয় রাজা।
যদিও মালয়েশিয়ায় রাজারা শুধুমাত্র আনুষ্ঠানিক ভূমিকা পালন করে থাকেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা চলতে থাকার কারণে রাজার ভূমিকা দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
এদিকে জোহোরের রাজকার্য পরিচালনার পাশাপাশি দেশটির শীর্ষ ব্যবসায়ীদের মধ্যেও একজন হলেন সুলতান ইব্রাহিম। আবাসন, খনিসহ বিভিন্ন খাতে ব্যবসা রয়েছে তার। এছাড়াও বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গেও তার বেশ ভালো সম্পর্ক রয়েছে।