বিমানের দরজা খুলে ডানার ওপর হাঁটলেন যাত্রী
ছবি: সংগৃহীত
উড্ডয়নে চার ঘণ্টার বেশি বিলম্ব করেছিল একটি বিমান। এসময় শ্বাস-প্রশ্বাসের জন্য বিশুদ্ধ বাতাসের ঘাটতি দেখা দেয় বিমানটির ভেতরে। ঠিক তখনই বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা ওই বিমানের জরুরি নির্গমনের দরজা খুলে বেরিয়ে আসেন এক যাত্রী। ডানার ওপর হাঁটাহাঁটি করে আবার ফিরে যান বিমানের ভেতরে।
সম্প্রতি ঘটনাটি ঘটেছে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দর জানিয়েছে, ওই ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে কয়েক ডজন সহযাত্রী একটি বিবৃতির লিখিত অনুলিপিতে স্বাক্ষর করেছেন যে, বিমানটি তাদের ফ্লাইট বিলম্বিত হওয়ার সময় পানি ছাড়াই চার ঘন্টা অপেক্ষা করতে বাধ্য করেছে। অনলাইনে পোস্ট করা বিবৃতির ছবি অনুসারে, ওই ব্যক্তির সহযাত্রীরা বলেছেন যে তিনি সবার সমর্থনে সবাইকে রক্ষা করার জন্য এই কাজটি করেছেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ একটি বিবৃতিতে বলেছে যে "গতকাল গুয়াতেমালার একটি ফ্লাইটে একজন যাত্রী টেকঅফের আগে বিমানের একটি জরুরি দরজা খুলেছিলেন, একটি ডানায় দাঁড়িয়েছিলেন এবং তারপরই কেবিনে পুনরায় প্রবেশ করেছিলেন।''
আন্তর্জাতিক নিরাপত্তা প্রবিধান অনুযায়ী, এই ব্যক্তি নিজের অভিযোগ স্বীকার করেছেন কর্তৃপক্ষের কাছে। গুয়াতেমালায় AeroMexico ফ্লাইটে থাকা অন্তত ৭৭ জন যাত্রী ওই ব্যক্তির ক্রিয়াকলাপকে সমর্থন করে নোটবুকের কাগজে হাতে লেখা একটি বিবৃতিতে স্বাক্ষর করেছেন, যার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে।
বিবৃতি অনুসারে, 'বিলম্ব এবং বাতাসের অভাব এমন পরিস্থিতি তৈরি করেছে যা যাত্রীদের স্বাস্থ্যকে বিপন্ন করে তোলে। তিনি তাদের জীবন রক্ষা করেছেন।'
বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে দাখিল করা একটি ঘটনার রিপোর্ট মূলত সেই সংস্করণটি নিশ্চিত করেছে। রিপোর্ট অনুসারে , সকাল সাড়ে ১১ টার দিকে, একটি মেক্সিকান এয়ারলাইন ফ্লাইট AM672-এ যাত্রীদের অসন্তোষের কারণে ঝামেলা শুরু হয়।
বৃহস্পতিবার সকাল ৮ টা ৪৫ মিনিটে ফ্লাইটটি ওড়ার কথা ছিল, কিন্তু বিমানে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের জন্য ক্যাপ্টেনকে গেটে ফিরে যেতে হয়েছিল। যাত্রীরা অসন্তুষ্ট ছিল এবং তাদের মধ্যে একজন জরুরি দরজা খুলে বিমানের ডানায় বেরিয়ে আসে।''
বিমানবন্দর কর্তৃপক্ষ ওই ব্যক্তি সম্পর্কে কিছু জানায়নি এবং সে হেফাজতে আছে নাকি অভিযোগের মুখোমুখি হয়েছে সে বিষয়ে তারা মন্তব্য করতে রাজি হয়নি। ফ্লাইট ট্র্যাকিং সাইটগুলি নিশ্চিত করেছে যে গুয়াতেমালা সিটিতে ফ্লাইট AM672 বৃহস্পতিবার ৪ ঘন্টা ৫৬ মিনিটের জন্য বিলম্বিত হয়েছিল। ফ্লাইটটিতে স্পষ্টতই রেকর্ড করা একটি ভিডিওতে দেখা গেছে যে যাত্রীরা ফ্লাইট অ্যাটেনডেন্টকে পানির জন্য জিজ্ঞাসা করছেন। AeroMexico মন্তব্যের জন্য একটি ইমেল অনুরোধে সাড়া দেয়নি। সূত্র: গালফ নিউজ