জীব-জন্তুদের নিজের দুধ খাওয়ান এই মহিলারা
জীব-জন্তুদের নিজের দুধ খাওয়ান এই মহিলারা
পশুপ্রেম একটি মহৎগুন। পশুপ্রেমীরা নিজের শখের জীব বা পশুটিকে নিজের কাছাকাছি রাখতে, তাদের সাথে আলিঙ্গন করতে পছন্দ করেন। শুনতে অবাক মনে হলেও জগতে এমনো পশু প্রেমী আছেন যারা নিজের স্তনের দুধ পান করিয়ে পশু শাবককে সন্তানের মত লালন পালন করে থাকেন । পশু এবং মানুষের নাড়ির টানের এমনই অদ্ভুত নিদর্শন মেলে ভারতের রাজস্থানের একটি গ্রামে৷
এই গ্রামের মহিলারা এখনও নিজেদের সন্তানের মতোই নিজের দুধ খাইয়ে পশু শাবককে বড় করে তোলেন। প্রায় ৬০০ বছর ধরে প্রকৃতির পূজা করে আসছে রাজস্থানের জোধপুরের বিষ্ণোই সম্প্রদায়ের মানুষ ৷ কারণ, তাঁরা মনে করেন, শুধুমাত্র প্রকৃতির কারণেই তাঁরা বেঁচে আছেন৷
বিষ্ণোই সম্প্রদায়ের মহিলারা হরিণের শাবককেও নিজের বুকের দুধ খাওয়ান৷ তাঁরা মনে করেন, তাঁদের নিজেদের সন্তানদের মতোই ছোটবেলায় এরা সর্বক্ষণ ভয়ে ভয়ে থাকে৷ তাই তাঁদের মাতৃস্নেহ দেওয়া তাঁদের কর্তব্য৷
যদি কোনও হিরণ শাবকের জন্মের সময়েই তার মা মারা যায়, বা সে কোনও ভাবে দলচ্যূত হয়ে পড়ে, কোনও ভাবে এসে পড়ে গ্রামে, তখন তাদের লালনপালনের ভার নিজেদের কাঁধে তুলে নেন বিষ্ণোই সম্প্রদায়ের মহিলারা৷
তাঁদের কাছে, পশু শাবক এবং তাঁদের নিজেদের সন্তানের মধ্যে কোনও পার্থক্য থাকে না৷ এই মহিলারা অনাথ বা আহত অবস্থায় বন্দি প্রাণীদের দেখাশোনা করেন।
বিষ্ণোই সম্প্রদায়ের প্রায় দু’হাজার বাড়ি রয়েছে। তাঁরা হিন্দু ধর্ম অনুসরণ করেন এবং হিন্দু গুরু শ্রী জম্বেশ্বর ভগবানের শিক্ষা অনুসরণ করেন।