শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫ | ১৯ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

হামাসকে পুরোপুরি হারানো সম্ভব নয়: ইসরায়েলি মন্ত্রী

ছবি: সংগৃহীত

ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রীসভার দপ্তরবিহীন মন্ত্রী ও প্রতিরক্ষা বাহিনীর সাবেক প্রধান গাদি ইজেনকোত বলেছেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে সম্পূর্ণভাবে হারানো কোনোভাবেই সম্ভব নয়। হামাসকে পুরোপুরিভাবে পরাজিত করার যে আলোচনা চলছে সেটি কার্যত অবাস্তব।

তিনি বলেছেন, “ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে সম্পূর্ণভাবে হারানো কোনওভাবেই সম্ভব নয়। হামাসকে পুরোপুরিভাবে পরাজিত করার যে আলোচনা চলছে সেটি কার্যত অবাস্তব।”

এছাড়া গাজায় যুদ্ধ পরিচালনার ধরন নিয়েও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করেছেন তিনি।
সেই সঙ্গে হামাসের হাতে আটক জিম্মিদের নিয়েও কথা বলেছেন ইসরায়েলের যুদ্ধকালীন এই মন্ত্রী। তার মতে, নেতানিয়াহু জিম্মিদের মুক্ত করতে সামরিক চাপ প্রয়োগের কথা বললেও; জিম্মিদের জীবিত ফিরে পেতে হলে হামাসের সঙ্গে চুক্তি করা ছাড়া কোনও উপায় নেই।

তিনি বলেছেন, “এটি বলতে হবে, সাহসিকতার সঙ্গে যে, চুক্তি ছাড়া জিম্মিদের আপাতত ছাড়ানো সম্ভব নয়। তাদের মুক্ত করার একমাত্র উপায় হল হামাসের সঙ্গে চুক্তি করা।”

গাদি আইজেনকোট আরও জানিয়েছেন, গত ১১ অক্টোবর লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে বড় সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিয়েছিল যুদ্ধকালীন মন্ত্রিসভা। কিন্তু তিনি এবং অপর মন্ত্রী বেনি গান্তজ এই সিদ্ধান্ত থেকে সবাইকে নিবৃত করেন।

তিনি বলেছেন, ওইদিন মন্ত্রিসভার বৈঠকে তারা উপস্থিত থাকায় ইসরায়েল ‘মারাত্মক ভুল’ থেকে বেঁচে গেছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলে আসছেন, গাজা থেকে হামাসকে পুরোপুরি নির্মূল করবেন তারা। তবে এ বিষয়টি যে সম্ভব নয় সেটি ইসরায়েলি মন্ত্রিসভার অনেকেই এখন বলছেন। সূত্র: টাইমস অব ইসরায়েল, আল জাজিরা

Header Ad
Header Ad

গুচ্ছতেই থাকছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। ছবি: সংগৃহীত

২০২৪-২৫ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) গুচ্ছ পদ্ধতিতেই নিবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্তগ্রহণ করা হয়েছে বলে জানান উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী।

শুক্রবার (৩ জানুয়ারি) ৭ টার দিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য হায়দার আলী।

উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, 'আমাদেরকে শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক প্রাথমিকভাবে গুচ্ছ পদ্ধতিতেই পরীক্ষা নিতে বলা হয়েছে। আমরা এইবার গুচ্ছতেই থাকতে হচ্ছে সম্ভবত। তবে গুচ্ছের কিছু সমস্যা আছে, সেগুলো যেনো না থাকে শিক্ষা মন্ত্রণালয়ে আমি এটি বলেছি। গুচ্ছ থেকে বের হয়ে যাবার সিদ্ধান্তটি আমাদের অ্যাকাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাই থাকার বিষয়েও অ্যাকাডেমিক কাউন্সিলে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত জানানো হবে।'

এর আগে, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৮৩তম অ্যাকাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

Header Ad
Header Ad

ভারতের ভূখণ্ড নিয়ে নতুন দুই প্রশাসনিক অঞ্চল ঘোষণা চীনের!  

ছবি: সংগৃহীত

চীনের উইঘুর মুসলিম অধ্যুষিত শিনজিয়াং প্রদেশে আরও দুটি নতুন প্রশাসনিক অঞ্চল (কাউন্টি) ঘোষণা করেছে দেশটির সরকার। তবে, পার্শ্ববর্তী ভারতের দাবি, নতুন এই দুই অঞ্চলে তাদের লাদাখের ভূখণ্ডের কিছু অংশও যোগ করে নিয়েছে চীন। এরই মধ্যে বিষয়টি নিয়ে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বেইজিংয়ের কাছে আপত্তি ও প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি।

শুক্রবার (৩ জানুয়ারি) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ ডিসেম্বর চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া উত্তর-পশ্চিম চীনের শিনজিয়াংয়ে এই দুটি কাউন্টি প্রতিষ্ঠার কথা জানায়। তাদের খবরে বলা হয়, শিনজিয়াংয়ের সরকার হোটান প্রিফেকচারের অধীনে হে’আন কাউন্টি এবং হেকাং কাউন্টি নামে দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং রাষ্ট্র পরিষদ এই দুটি নতুন কাউন্টি অনুমোদন করেছে, যা হোটান প্রিফেকচারের অধীনে পরিচালিত হবে।

তবে, শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এই তথাকথিত কাউন্টির কিছু অংশ লাদাখের ভেতরে পড়ে এবং ভারত কখনই এই এলাকায় চীনের অবৈধ দখলদারিকে স্বীকৃতি দেয়নি।

তিনি বলেন, আমরা হোটান প্রিফেকচারের অধীনে দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দেখেছি। তথাকথিত এই কাউন্টিগুলোর কিছু অংশ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের ভেতরে পড়ে। আমরা কখনো এই এলাকায় চীনের অবৈধ দখলদারি স্বীকার করিনি।

রণধীর জয়সওয়াল আরও বলেন, নতুন কাউন্টি তৈরির বিষয়টি এই এলাকায় ভারতের সার্বভৌমত্ব নিয়ে আমাদের দীর্ঘদিনের ও ধারাবাহিক অবস্থানের ওপর কোনো প্রভাব ফেলবে না। চীনের অবৈধ ও জোরপূর্বক দখলকে ভারত বৈধতা দেবে না। আমরা চীনা পক্ষের কাছে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কঠোর প্রতিবাদ জানিয়েছি।

সম্প্রতি দীর্ঘদিনের আলোচনার পরে ভারত ও চীনের মধ্যে একটি সীমান্ত জটিলতার সমাধান হয়। ফলস্বরূপ, পূর্ব লাদাখ সীমান্তে দুদেশই নিজেদের সেনা প্রত্যাহার করে নেয়। কিন্তু, সবশেষ এমন ঘটনায় দুই দেশের সম্পর্কের বিষয়টি আবারও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

 

Header Ad
Header Ad

কনকনে শীতে কুয়াকাটায় পর্যটকদের ভিড়

ছবি: সংগৃহীত

দেশব্যাপী কনকনে শীতের প্রকোপের মধ্যেও পটুয়াখালীর পর্যটন শহর সাগরকন্যা কুয়াকাটায় পর্যটকদের ভিড় জমেছে। সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবার (৩ জানুয়ারি) পর্যটকদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

কুয়াকাটার সৈকতে সারাদিন সূর্যের দেখা না মিললেও সন্ধ্যার আগে পশ্চিম আকাশে সামান্য আলো ফুটে ওঠে। শীতের তীব্রতা উপেক্ষা করে পর্যটকরা সৈকতে সময় কাটাতে ব্যস্ত।

পর্যটক হাফিজুর রহমান জানান, "কুয়াকাটার পরিচ্ছন্ন পরিবেশ ভালো লেগেছে। তবে শীতের কারণে বাচ্চাদের সাগরে নামতে দেওয়া যায়নি। তারপরও তারা আনন্দ-উল্লাসে মেতে উঠেছে।"

হোটেল খান প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাসেল খান জানান, হোটেলগুলোতে বর্তমানে ৫০-৬০ শতাংশ বুকিং রয়েছে। তবে প্রথম সারির কিছু হোটেল পুরোপুরি বুকড। তিনি মনে করছেন, শীত কিছুটা কমলে পর্যটকদের সংখ্যা আরও বাড়বে।

ট্যুরিস্ট পুলিশের কুয়াকাটা রিজিওনের পরিদর্শক সাখাওয়াত হোসেন তপু বলেন, "শীতের তীব্রতা থাকা সত্ত্বেও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশের একাধিক টিম কাজ করছে। কুয়াকাটার সব দর্শনীয় স্থানে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।"

শীতের এই সময়ে পর্যটকদের আগমন কুয়াকাটার পর্যটন শিল্পে নতুন উদ্দীপনা যোগ করেছে। শীত কমলে পর্যটকদের সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

গুচ্ছতেই থাকছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
ভারতের ভূখণ্ড নিয়ে নতুন দুই প্রশাসনিক অঞ্চল ঘোষণা চীনের!  
কনকনে শীতে কুয়াকাটায় পর্যটকদের ভিড়
শেখ হাসিনা ফাঁসিতে ঝোলার জন্য দেশে আসবেন: রেজাউল করিম  
টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের কমিটি গঠন, নেতৃত্ব পেলেন যারা  
তরুণ প্রজন্মের ত্যাগ স্বীকারকে বৃথা হতে দেওয়া যাবে না: এম সাখাওয়াত
মুক্তিযুদ্ধকে ৭২ এর সংবিধানের পক্ষে ঢাল বানানো হচ্ছে : আখতার  
এক যুগেরও অধিক সময় পর বাংলাদেশে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী  
বাংলাদেশে গণতন্ত্রকে হত্যার চেষ্টা করা হয়েছে: মির্জা ফখরুল  
একপেশে ম্যাচে রাজশাহীকে উড়িয়ে প্রথম জয় চট্টগ্রামের
বিরামপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ 
দেশে যেন কখনোই ফ্যাসিবাদ ফিরতে না পারে: গণপূর্ত উপদেষ্টা  
ঘন কুয়াশায় গাড়ি দুর্ঘটনা এড়াতে চালকদের বিআরটিএ এর ৪ নির্দেশনা
নারীকে কখনো নারী বলে কাজের বাইরে রাখা হবে না : ডা. শফিকুর
এবার ‘সাত বিয়ে’ নিয়ে মুখ খুললেন সোহেল তাজ
শীতার্তদের পৌনে সাত লাখ কম্বল দেবে সরকার
আজ যশোর একই মঞ্চে বয়ান করবেন আজহারী ও আহমাদুল্লাহ
যত দ্রুত সম্ভব ডাকসু নির্বাচন দিতে চাই: ঢাবি উপাচার্য
বাংলাদেশি হিন্দুদের ভারতে আসতে উৎসাহ দেওয়া উচিত নয়  
গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মসজিদের ইমাম নিহত