তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট উইলিয়াম লাই
ছবি: সংগৃহীত
তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) উইলিয়াম লাই জয়ী হয়েছেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট উইলিয়াম চীনবিরোধী নেতা হিসেবে পরিচিত।
শনিবার (১২ জানুয়ারি) দেশটিতে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে লাই, বর্তমান ভাইস প্রেসিডেন্ট, রক্ষণশীল দলের কুওমিনতাং (কেএমটি) থেকে হাউ ইউ-ইহ এবং তাইওয়ান পিপলস পার্টির কো ওয়েন-জে-এর সাথে ত্রিমুখী প্রতিযোগিতায় লড়ে জয়ী হয়েছেন।
আইনসভার নির্বাচনে ভোটাররা তাইওয়ানের ১১৩ আসনের আইন প্রণেতাদের নির্বাচিত করেছে যা চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছে।
উইলিয়াম লাইয়ের দল তাইওয়ানকে একটি স্বাধীন ও স্বায়ত্ত শাসিত অঞ্চল হিসেবে উপস্থাপন করে। তারা চায় তাইওয়ান যেন চীনের প্রভাব মুক্ত থাকে। এবারের নির্বাচনে জয়ের মাধ্যমে দলটি টানা তৃতীয়বারের মতো তাইওয়ানের ক্ষমতায় আসলো।
প্রেসিডেন্ট নির্বাচনে উইলিয়াম লাইয়ের বিরুদ্ধে লড়াই করেছেন কুমিংতাংয়ের হো ইহ-ইহ এবং রাজধানী তাইপের সাবেক মেয়র কো ওয়েন-জে। তিনি ২০১৯ সালে প্রতিষ্ঠিত তাইওয়ান্স পিপলস পার্টির হয়ে নির্বাচন করেছেন।
তাইওয়ানকে নিজেদের অঞ্চল দাবী করা চীন নবনির্বাচিত প্রেসিডেন্ট উইলিয়াম লাইকে ‘ভয়ঙ্কর বিচ্ছিন্নতাবাদী’ হিসেবে অভিহিত করে থাকে। লাই চীনের সঙ্গে তাইওয়ানের ভবিষ্যৎ নিয়ে একাধিকবার কথা বলতে চাইলেও তার এ আবেদন প্রত্যাখ্যান করেছে দেশটি।
লাই নির্বাচনের আগে জানিয়েছিলেন, তিনি প্রেসিডেন্ট হলে তাইওয়ান প্রণালীর স্থিতিশীলতা এবং এটির প্রতিরক্ষা ব্যবস্থা বৃদ্ধি নিয়ে কাজ করবেন।