রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ | ১৪ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত ও নিখোঁজ ২৯ হাজার

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় নিহত ও নিখোঁজের সংখ্যা ২৯ হাজার ছাড়িয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিসের পরিচালক ইসমাইল আল-থাওয়াবতেহ এমন তথ্য জানিয়েছেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, অন্তত ৭ হাজার ফিলিস্তিনি এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন। আর গাজার অন্তত ৮০ হাজার মানুষ হাসপাতালের সেবা নিতে পারছেন না।

গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৫৬ হাজার ১৬৫ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন সাত হাজার। নিখোঁজরা সবাই মারা গেছেন এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে মনে করা হচ্ছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি সেনারা গত ২৪ ঘন্টায় ১৪টি গণহত্যা চালিয়েছে। তাদের হামলায় ১৬৫ ফিলিস্তিনি নিহত এবং ২৫০ জন আহত হয়েছেন। ইসরায়েলি হামলায় হতাহত ফিলিস্তিনিদের মধ্যে ৭০ শতাংশই নারী ও শিশু।

তিন মাসেরও কম সময়ের মধ্যে ইসরায়েলি বোমা হামলায় সামগ্রিকভাবে গাজার জনসংখ্যার প্রায় চার শতাংশ নিহত, আহত বা নিখোঁজ হয়েছেন। এ ভয়াবহ হামলায় গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ ফিলিস্তিনি ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। সেখানে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। গাজার প্রায় ২০ লাখ মানুষ এখন বাস্তুচ্যুত অবস্থায় আছে।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস ইসরায়েলের অভ্যন্তরে অনুপ্রবেশ করে নজিরবিহীন সামরিক অভিযান চালায়। ওই অভিযানে ১,২০০ ইসরায়েলি নিহত হয়। ফিলিস্তিনি যোদ্ধারা দুই শতাধিক ইসরায়েলিকে বন্দী করে নিয়ে গাজা উপত্যকায় ফিরে যায়। সেদিন থেকেই ইসরায়েলের সেনাবাহিনী গাজায় ভয়াবহ রক্তাক্ত অভিযান শুরু করে যা এখন পর্যন্ত বিরতিহীনভাবে চলছে।

এদিকে গাজাজুড়ে বিভিন্ন রোগের বিস্তার নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়াসুস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, আশ্রয়কেন্দ্রে বসবাসকারী লোকেরা অসুস্থ হয়ে পড়ছে।

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার রেকর্ড উল্লেখ করে তিনি জানান, গাজার প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষ শ্বাসযন্ত্রের সংক্রমণে ভুগছেন। এছাড়া সেখানে ১ লাখ ৩৬ হাজার ৪০০টির বেশি ডায়রিয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে অর্ধেকই পাঁচ বছরের কম বয়সী শিশু। এছাড়া জন্ডিস, চিকেন পক্স ও মেনিসজাইটিসসহ অন্যান্য রোগে আক্রান্ত হয়েছেন লক্ষাধিক মানুষ।

হামাসের একজন সিনিয়র নেতা বলেছেন যে, ফিলিস্তিনকে মুক্ত করার জন্য সেখানে যেকোনো আন্তর্জাতিক বাহিনীকে স্বাগত জানানো হবে। আনাদুলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আন্তর্জাতিক বাহিনী যদি ফিলিস্তিনকে মুক্ত করতে এবং দখলদারিত্বের অবসান করতে চায়, তাহলে তাদের স্বাগত জানাই।

সম্প্রতি ইসরায়েলি সরকারি সম্প্রচার কর্তৃপক্ষ জানিয়েছে যে, হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য দূত ব্রেট ম্যাকগার্ক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের সাথে দেখা করেছেন। তারা যুদ্ধ শেষ হওয়ার পর গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের বিষয়ে আলোচনা করেছে।

Header Ad
Header Ad

মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে ২ লাখ টাকায় কমলা কিনে প্রশংসায় ভাসছে এক প্রবাসী  

সিলেটের গোলাপগঞ্জে ওয়াজ মাহফিলে নিলামে একটি কমলা ২ লাখ টাকায় বিক্রি হয়। ছবি: সংগৃহীত

 

সিলেটের গোলাপগঞ্জে ওয়াজ মাহফিলে নিলামে একটি কমলা ২ লাখ টাকায় বিক্রি হয়েছে। এনিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) উপজেলার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঘোগারকুল ইসলামিয়া মহিলা মাদরাসায় বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করে কর্তৃপক্ষ। সেখানে নিলামে এ কমলাটি বিক্রি করা হয়।

জানা যায়, শনিবার উপজেলার পৌর এলাকার গোঘারকুল ইসলামীয়া মতিলা মাদ্রাসায় ওয়াজ মাহফিল আয়োজন করে মাদ্রাসার কর্তৃপক্ষ। মাদ্রাসা মাঠে এই মাহফিলে প্রধান আকর্ষণ ছিলেন ভারত থেকে আগত ভারতের আওলাদে রাসুল সায়্যিদ আছজাদ আল মাদানি (র.)। মাহফিল চলাকালে এলাকার এক প্রবাসী আওলাদে রাসুল সায়্যিদ আছজাদ আল মাদানীকে (র.) খাওয়ার জন্য কমলা দান করেন। এসময় তিনি কমলাটি ওয়াজ মাহফিলে নিলাম করেন। তখন ওয়াজ মাহফিলে উপস্থিত থাকা আমেরিকার নিউইয়র্কের জামিয়াতুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা হাফিজ ইয়ামিন দুই লাখ টাকা দিয়ে কমলাটি ক্রয় করেন। এনিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে প্রশংসায় ভাসছে বিষয়টি। প্রশংসা করে অনেকেই নিজেই আইডিতে পোস্ট করেন।

স্থানীয় বাসিন্দা মাহমুদ শিপলু শনিবার রাতে গণমাধ্যমকে জানান, একটি কমলা মাদ্রাসায় নিলামে দুই লাখ টাকা বিক্রি করা হয়েছে। এটি ক্রয় করেছেন প্রবাসী এক মাওলানা।

Header Ad
Header Ad

১৭৯ যাত্রীর প্রাণহানি: মাথা নুইয়ে জেজু এয়ারের সিইওর ক্ষমা প্রার্থনা

ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়ে জেজু এয়ারের একটি উড়োজাহাজে ১৭৯ যাত্রীর প্রাণহানির ঘটনায় ক্ষমা চেয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কিম ই-বে। রবিবার (২৯ ডিসেম্বর) সিউলে এক সংবাদ সম্মেলনে তিনি এবং সংস্থার শীর্ষ কর্মকর্তারা মাথা নত করে এই দুর্ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

থাইল্যান্ডের ব্যাংকক থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে যাত্রা করা জেজু এয়ারের ফ্লাইট ৭সি২২১৬-তে ১৭৫ জন যাত্রী এবং ৬ জন ক্রু ছিলেন। মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজটি ল্যান্ডিং গিয়ারে সমস্যার কারণে রানওয়ে পার হয়ে একটি প্রাচীরে আঘাত হানে। এতে উড়োজাহাজের সামনের অংশ বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়।

ভিডিও ফুটেজে দেখা যায়, উড়োজাহাজটি রানওয়ের উপর দ্রুতগতিতে ছুটছিল কিন্তু এর ল্যান্ডিং গিয়ার নেমে আসেনি। পরবর্তীতে এটি প্রাচীরে আঘাত করলে প্রচণ্ড ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে।

এই দুর্ঘটনায় এখন পর্যন্ত মাত্র দুইজন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিরা প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, পাখির আঘাতের কারণে ল্যান্ডিং গিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

সংবাদ সম্মেলনে জেজু এয়ারের সিইও কিম ই-বে বলেন, "এই দুর্ঘটনার সঠিক কারণ এখনও অজানা। উড়োজাহাজটির কোনো দুর্ঘটনার রেকর্ড ছিল না এবং যান্ত্রিক ত্রুটির কোনো লক্ষণও পাওয়া যায়নি।"

জেজু এয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে জানিয়েছে, "আমরা নিহত এবং আহতদের পরিবারের পাশে আছি। সর্বোচ্চ সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছি। এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে দুঃখিত।"

এই দুর্ঘটনা কেবল দক্ষিণ কোরিয়াতেই নয়, বিশ্বজুড়ে বিমান নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিমান কর্তৃপক্ষ এবং জেজু এয়ারের ওপর তদন্তের চাপ বাড়ছে।

Header Ad
Header Ad

কখন কোথায় ও কীভাবে পাওয়া যাবে বিপিএলের টিকিট?

ছবি: সংগৃহীত

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের বাইরে এক হুলস্থুল কাণ্ডই ঘটে গেল। আগামীকাল থেকে শুরু হবে বিপিএল। বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগ বিপিএল শুরুর একদিন আগে টিকিট নিশ্চিত করতে না পেরে হতাশায় ডুবেছেন ক্রিকেট প্রেমিকরা। টিকিট না পেয়ে বিক্ষোভও করতে দেখা গেছে দর্শকদের।

আজ শীতের কাক ডাকা ভোর থেকেই মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সামনে ভিড় জমিয়েছেন ক্রিকেটভক্তরা। ভক্তদের কথা চিন্ত করে পরে টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। একইসঙ্গে টিকিট কেনার উপায় এবং স্থানও জানানো হয়েছে নতুন করে।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় এক বিবৃতিতে টিকিট ক্রয়সংক্রান্ত তথ্য জানিয়েছে বিসিবি। সরাসরি ও অনলাইনে এই দুই মাধ্যমেই বিপিএলের টিকিট সংগ্রহ করা যাবে। বিকেল ৪টা থেকে সরাসরি টিকিট বিক্রি শুরু হবে। বিক্রি চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এ ছাড়া বিপিএলের উদ্বোধনী দিন অর্থাৎ, আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি টিকিট কেনা যাবে নির্ধারিত মধুমতি ব্যাংক থেকে।

এ ছাড়া অনলাইনে টিকিট নেওয়া যাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে।

 

ক্যাটাগরিভিত্তিক বিপিএল টিকিটের মূল্য

 ১. গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার) : ২০০০ টাকা

 ২. গ্র্যান্ড স্ট্যান্ড (আপার) : ২০০০ টাকা

 ৩. ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) : ১০০০ টাকা

 ৪. ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (কর্পোরেট ব্লক) : ৮০০ টাকা

 ৫. ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ (কর্পোরেট ব্লক) : ১০০০ টাকা 

 ৬. ক্লাব হাউস সাউথ (শহীদ মোশতাক স্ট্যান্ড) : ৫০০ টাকা

 ৭. ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড) : ৫০০ টাকা

 ৮. সাউদার্ন গ্যালারি : ৩০০ টাকা

 ৯. নর্দান গ্যালারি : ৩০০ টাকা

 ১০. ইস্টার্ন গ্যালারি : ২০০ টাকা

 ১১. ক্লাব হাউস সাউথ - শহীদ মুশতাক স্ট্যান্ড (জিরো ওয়েস্ট জোন) : প্রতি টিকিটে ৬০০ টাকায় ৩০০টি আসন পাওয়া যায়।

 

মধুমতি ব্যাংকের যেসব শাখা থেকে টিকিট সংগ্রহ করা যাবে

১. মিরপুর শাখা (মিরপুর ১১)
২. মতিঝিল শাখা (ঢাকা চেম্বার ভবন)
৩. উত্তরা শাখা (জসিম উদ্দিন রোড)
৪. গুলশান শাখা (গুলশান ১ এবং ২ এর মাঝামাঝি)
৫. ধানমন্ডি শাখা (পুরাতন রোড ২৭)
৬. কামরাঙ্গীর চর শাখা
৭. ভিআইপি রোড শাখা (পল্টন স্কাউট ভবন)

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে ২ লাখ টাকায় কমলা কিনে প্রশংসায় ভাসছে এক প্রবাসী  
১৭৯ যাত্রীর প্রাণহানি: মাথা নুইয়ে জেজু এয়ারের সিইওর ক্ষমা প্রার্থনা
কখন কোথায় ও কীভাবে পাওয়া যাবে বিপিএলের টিকিট?
আশ্বাসে জাহাঙ্গীর গেট থেকে সরে গেলেন চাকরিচ্যুত সেনা সদস্যরা  
ব্যাংকখাতে ব্যর্থতার দায় কমবেশি সবার: গভর্নর
ব্যাংক লুট করছে একটি ইসলামি দল: রিজভী
পরপর তিন কন্যাসন্তান হওয়ায় স্ত্রীকে পুড়িয়ে মারলো স্বামী  
বাংলাদেশ ব্যাংকে চাকরির সুযোগ, লাগবে না আবেদন ফি
আমরা ইনভেস্ট করেছি পদ্মা সেতু ও টানেলে, সঠিক জায়গায় নয়: আমীর খসরু  
লিটন নয়, ঢাকার নেতৃত্ব পেলেন থিসারা পেরেরা
ছাত্র-জনতার আন্দোলনকে নিজেদের করে নিতে চায় বৈষম্যবিরোধীরা: মির্জা আব্বাস
সোমবার থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা
শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ৯ উপায়
৩১ ডিসেম্বরের ঘোষণাপত্রটি লিখিত দলিল হবে: সারজিস  
আবারও শাহবাগ মোড় অবরোধ ট্রেইনি চিকিৎসকদের
শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৫
দেশে আবারও রাজনৈতিক সংকট তৈরির চেষ্টা চলছে: ফারুক
বিপিএলের টিকিট না পাওয়ায় মিরপুরে দর্শকদের বিক্ষোভ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরুরি সংবাদ সম্মেলন
টেলিযোগাযোগ খাতে অস্থিরতা, বাড়বে ইন্টারনেটের দাম