নিশানা হত্যা বন্ধে তালেবানের প্রতি ২২ দেশের আহ্বান
নিশানা হত্যা বন্ধ করতে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানদের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্বের ২২টি দেশ। নিরাপত্তা বাহিনীর সাবেক সদস্যদের টার্গেট করে হত্যা করা থেকে বিরত হওয়ার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলো এক যৌথ বিবৃতি প্রকাশ করেছে।
বিবৃতিতে সাবেক আফগান সরকার ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের কোনো ক্ষতি না করার বিষয়ে তালেবান যে অঙ্গীকার করেছিল, তার প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানানো হয়েছে। সেইসঙ্গে আফগানিস্তানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আজ রবিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এ সপ্তাহের শুরুতে হিউম্যান রাইটস ওয়াচ আফগানিস্তানে গুম-খুনের ওপর একটি রিপোর্ট প্রকাশ করে। ওই রিপোর্টের ওপর ভিত্তি করেই আমেরিকা এবং তার মিত্রদেশগুলো এ বিবৃতি দিয়েছে।
ওই রিপোর্টে বলা হয়, চার মাস আগে তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এ পর্যন্ত শতাধিক সাবেক সরকারি কর্মকর্তাকে হত্যা এবং গুম করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৫ আগস্ট থেকে ৩০ অক্টোবরের মধ্যে তালেবানদের হাতে আটক বা আত্মসমর্পণ করা নিরাপত্তা বাহিনীর ৪৭ সদস্যেকে হত্যা করা হয়েছে।
যৌথ বিবৃতিটি জারি করেছে যুক্তরাষ্ট্র। বিবৃতিতে সই করেছে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও অপর ১৯টি দেশ। বিবৃতির উপসংহারে বলা হয়েছে, তারা তালেবানকে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে যাচাই করতে থাকবে।
কেএফ/