মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ | ২৫ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

বাগ্‌দানের ভোজে খাসির পায়া না পেয়ে বিয়ে ভাঙল বরপক্ষ

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

বাগ্‌দান অনুষ্ঠানের ভোজে খাসির পায়া পরিবেশন না করায় বিয়ে ভেঙে দিয়েছে বরপক্ষ। ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যে। কনেপক্ষ আগেই বলেছিল, আমিষ মেনুর অংশ হিসেবে অনুষ্ঠানে খাসির পায়া পরিবেশন করা হবে। কিন্তু অনুষ্ঠানের খাবারে তা পরিবেশন না করায় বরপক্ষ ভীষণ ক্ষুব্ধ হয়। এ নিয়ে তুমুল বিবাদের জেরে শেষমেশ বিয়ে ভেঙে দেওয়া হয়।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, কনের বাড়ি তেলেঙ্গানার নিজামাবাদ, বরের বাড়ি জাগতিয়াল। গত মাসে কনের বাড়িতে বাগ্‌দান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাগ্‌দান অনুষ্ঠানের পর যখন খাওয়ার পর্ব শুরু হয়, তখন অতিথিরা লক্ষ করেন, কনেপক্ষের পূর্বপ্রতিশ্রুতি অনুযায়ী খাসির পায়া পরিবেশন করা হচ্ছে না। এ নিয়ে তুমুল হইচই শুরু হয়।

তখন কনের পরিবার নিশ্চিত করে যে খাবারে খাসির পায়া রাখা হয়নি। কনেপক্ষ এ কথা স্বীকার করলে বিবাদ আরও বাড়ে। দুই পক্ষের মধ্যে ঝগড়া এমন অবস্থায় পৌঁছে যে, একপর্যায়ে ঘটনাস্থলে পুলিশ আসে।

কনেপক্ষের পূর্বনির্ধারিত মেনু অনুযায়ী খাবারে খাসির পায়া না দেওয়ার বিষয়টিকে ‘অপমান’ বলে অভিহিত করে বরপক্ষ।

বরপক্ষ অভিযোগ করে বলে, কনের পরিবার ইচ্ছাকৃতভাবে তাদের কাছে এই সত্য গোপন করেছে যে মেনুতে খাসির পায়া নেই। শেষ পর্যন্ত বরের পরিবার বিয়ে ভেঙে দেয়।

Header Ad
Header Ad

বদলে গেল বঙ্গবন্ধু সেতু পূর্ব ও পশ্চিম থানার নাম

বঙ্গবন্ধু সেতু পূর্ব ও পশ্চিম থানা। ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

বাংলাদেশ পুলিশের দুই থানার নাম পরিবর্তন করা হয়েছে। দুটি থানা বঙ্গবন্ধু সেতু প্রান্তে অবস্থিত। মঙ্গলবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নাম পরিবর্তনের প্রজ্ঞাপনে জারি করা হয়।

প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ। যে দুটি থানার নাম পরিবর্তন হলো-

টাঙ্গাইল জেলা পুলিশে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘যমুনা সেতু পূর্ব থানা’ এবং সিরাজগঞ্জ জেলা পুলিশে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘যমুনা সেতু পশ্চিম থানা’।

উল্লেখ্য, এর আগে ২৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করে সরকার। বঙ্গবন্ধু সেতুর আনুষ্ঠানিক নাম রাখা হয় ‘যমুনা সেতু’।

Header Ad
Header Ad

ট্রেনের পাওয়ার কারে যাত্রী পরিবহন নিষিদ্ধ, শাস্তির আওতায় আসবে চালকরা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ে ট্রেনের পাওয়ার কারে যাত্রী পরিবহন নিষিদ্ধ করেছে। দ্বিতীয়বারের মতো জারি করা এই নির্দেশনায় বলা হয়েছে, আন্তঃনগর, মেইল বা কমিউটার ট্রেনের পাওয়ার কারের বাইরে বা ভেতরে কোনো যাত্রী পাওয়া গেলে ওই পাওয়ার কারের চালককে শাস্তির আওতায় আনা হবে। সেজন্য চট্টগ্রাম ও ঢাকা বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলীকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী মুহাম্মদ শফিকুর রহমানের গত ৬ এপ্রিল স্বাক্ষরিত এক নির্দেশনাপত্রে এ নির্দেশ দেওয়া হয়।

নির্দেশনাপত্রে বলা হয়, পাওয়ার কারের যাত্রী পরিবহন প্রতিরোধ করতে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ময়মনসিংহ, দেওয়নাগঞ্জবাজার, ভৈরববাজার, আখাউড়া, লাকসাম, চাঁদপুর, চট্টগ্রাম এবং কক্সবাজার স্টেশনে দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ারদের (এসএসএই) নজরদারি বাড়াতে হবে। এসব স্টেশনে আন্তঃনগর, মেইল, লোকাল এবং কমিউটার ট্রেনগুলো যখন যাত্রা বিরতি করবে তখন পাওয়ার কারের তাৎক্ষণিক ভিডিও চিত্র ধারণ করতে হবে। পাওয়ার কারে কোনো যাত্রী পাওয়া গেলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

আরও বলা হয়, সম্প্রতি সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন যাত্রীবাহী ট্রেনগুলোর পাওয়ার কারে দায়িত্বরত পাওয়ারকার সংশ্লিষ্ট কর্মচারীরা প্রতিনিয়ত প্রারম্ভিক স্টেশন থেকে অথবা যাত্রাবিরতি স্টেশন হতে গন্তব্য স্টেশন পর্যন্ত পাওয়ার কারে যাত্রী পরিবহন করছেন। এ ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। পাওয়ার কারের মতো স্পর্শকাতর জায়গায় যাত্রী পরিবহন খুবই ঝুঁকিপূর্ণ। এতে করে যেকোনো সময়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হয়ে জানমালের ব্যাপক ক্ষয় ক্ষতি হতে পারে। পাওয়ার কারে যত্রতত্র যাত্রী পরিবহন প্রতিরোধের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর নির্দেশনা রয়েছে।

উল্লেখ্য, গাজীপুরের শ্রীপুরের সাতখামাইর এলাকায় ময়মনসিংহগামী মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে আগুনের ঘটনা ঘটে গত ৩ এপ্রিল। অগ্নিকাণ্ডের ঘটনায় খুব বাজেভাবে ট্রেনের পাওয়ার কারটি পুড়ে যায়। এ ঘটনার পরে পাওয়ার কারে যাত্রী পরিবহন নিয়ে তুমুল বিতর্ক হয় রেলের কর্মচারীদের বিরুদ্ধে।

এদিকে মহুয়া কমিউটারে আগুন লাগার কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বাংলাদেশ রেলওয়ে।

Header Ad
Header Ad

লামায় সশস্ত্র সন্ত্রাসীদের হাতে ৯ তামাক চাষি অপহরণ

ছবি: সংগৃহীত

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের লেমুপালং এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের হাতে ৯ তামাক চাষি অপহৃত হয়েছেন। সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে তামাক ক্ষেতে কাজ শেষে খামার ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় তাদের অপহরণ করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অপহৃতদের মধ্যে মো. ভুট্টু ও আবু তাহের নামের দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা ওই তামাক ক্ষেতের মালিক বলে জানা গেছে। বাকিদের নাম-পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম বলেন, অপহৃতদের উদ্ধারে সম্ভাব্য এলাকাগুলোতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান শুরু হয়েছে। কারা এই অপহরণের সঙ্গে জড়িত, তা নির্ণয়ে তদন্ত চলছে।

স্থানীয়রা জানান, ঘটনার রাতে একদল অস্ত্রধারী সন্ত্রাসী হঠাৎ এসে ঘরে থাকা চাষিদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। এরপর থেকেই তাদের কোনো খোঁজ মিলছে না। অপহরণের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। প্রশাসন দ্রুত তাদের উদ্ধার ও দায়ীদের শনাক্তে কার্যকর পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা স্থানীয়দের।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বদলে গেল বঙ্গবন্ধু সেতু পূর্ব ও পশ্চিম থানার নাম
ট্রেনের পাওয়ার কারে যাত্রী পরিবহন নিষিদ্ধ, শাস্তির আওতায় আসবে চালকরা
লামায় সশস্ত্র সন্ত্রাসীদের হাতে ৯ তামাক চাষি অপহরণ
আল্লু অর্জুনের নতুন সিনেমার বাজেট ৮০০ কোটি রুপি, পরিচালনায় অ্যাটলি
ইসরাইলি হামলায় জীবন্ত পুড়ে মারা গেলেন ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মানসুর
২৯ এপ্রিল থেকে ২০২৫ সালের হজ ফ্লাইট শুরু
উত্তাল ভারতে ওয়াকফ বিল আইনে পরিণত, মনিপুরে বিজেপি নেতার বাড়িতে আগুন
সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন
মাকে জামায়াত রুকন অপবাদ দিয়ে বাড়ি থেকে উচ্ছেদ করেন তুরিন আফরোজ: অভিযোগ মায়ের
ঢাকায় আসছেন ট্রাম্প প্রশাসনের দুই কূটনীতিক
বিক্ষোভের নামে লুটপাট নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী
ফরিদপুরে বাস দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৫ জন নিহত, আহত অন্তত ৩০
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন তামিম ইকবাল
ফেসবুকে লুটের মাল বিক্রির পোস্ট, সিলেটে ১৪ জন আটক
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত
১৫ এপ্রিল থেকে ৫৮ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ
খুলনায় ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আটক ৩১ জন
স্বাধীনতা কনসার্ট সাময়িক স্থগিত করলো বিএনপি
শুল্ক ছাড়ে আলোচনায় আগ্রহী যুক্তরাষ্ট্র, চীনের ওপর ট্রাম্পের হুঁশিয়ারি
সন্তানকে ব্যবহার করে ‘ভিউ ব্যবসা’, ‘ক্রিম আপা’র ব্যাখ্যা চেয়েছে প্রশাসন