শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ | ১৬ কার্তিক ১৪৩১
Dhaka Prokash
Header Ad

রুশ বিরোধী যুদ্ধে ইউক্রেন প্রতিদিন গড়ে ৮০০ সেনা হারাচ্ছে

ছবি: সংগৃহীত

জার্মান বিমানবাহিনীর সাবেক কর্নেল ও খ্যাতনামা সামরিক বিশ্লেষক রাল্ফ ডি থিয়েলে জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে প্রতিদিন ইউক্রেনের গড়ে ৮০০ সেনা হতাহত হচ্ছে। তবে তিনি এই ব্যাপারে কোনো সূত্রের কথা উল্লেখ করেননি।

কর্নেল রাল্ফের এই তথ্য সঠিক হলে তার অর্থ দাঁড়াচ্ছে কিয়েভকে প্রতি মাসে অন্তত ২০ হাজার নতুন সেনা রিক্রুট করতে হচ্ছে। এইসব নতুন সেনাকে হতাহতদের স্থলাভিষিক্ত করার প্রয়োজন হয়।

তিনি বলেন, ইউক্রেনের আরো অতিরিক্ত কর্মীর প্রয়োজন হয় যাতে তারা সৈন্যদের যুদ্ধক্ষেত্রে অদল-বদল করতে সক্ষম হয়। এতে ক্লান্ত সেনারা বিশ্রামে যেতে পারে এবং নতুন করে সেনারা সে জায়গায় যুদ্ধ করতে পারে।

থিয়েলে বর্তমানে রাজনৈতিক-সামরিক সোসাইটি ইউরোডিফেন্স জার্মানি এবং স্ট্র্যাটবাইর্ড কনসাল্টিং থিঙ্ক ট্যাঙ্কের প্রধান।

তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযান চালাতে গিয়ে ইউক্রেন চড়া মূল্য দিয়েছে। সূত্র : পার্সটুডে।

Header Ad

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ১৯ ভারতীয় প্রতিষ্ঠান, ২ নাগরিক অভিযুক্ত

ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে রাশিয়াকে সাহায্য করার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র ১৯টি ভারতীয় প্রতিষ্ঠান ও দুই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ নিষেধাজ্ঞার বিষয়টি বুধবার (৩০ অক্টোবর) ঘোষণা করা হয়েছে। তবে এখনো সেই দুই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় শুধু ভারত নয়, রাশিয়া, চীন, তুরস্ক, হংকং, থাইল্যান্ড, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং সুইজারল্যান্ডের বেশ কিছু সংস্থাও অন্তর্ভুক্ত হয়েছে। অভিযোগ উঠেছে, এ সংস্থাগুলো রাশিয়ার কাছে বিভিন্ন প্রয়োজনীয় পণ্য সরবরাহ করেছে, যা ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে ব্যবহৃত হয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মোট ১২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ২৭০ ব্যক্তি ও সংস্থাকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে, এবং বাণিজ্য মন্ত্রণালয় ৪০টি প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে।

ভারতের ওপর আরোপিত এ নিষেধাজ্ঞায় উল্লেখযোগ্য একটি সংস্থা হলো ‘অ্যাসেন্ট অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’। অভিযোগে বলা হয়েছে, ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত সংস্থাটি রাশিয়ার জন্য প্রায় সাতশতাধিকবার সামরিক যন্ত্রাংশসহ অন্যান্য পণ্য পাঠিয়েছে। এর মধ্যে দুই লাখ ডলারের বেশি মূল্যের কিছু পণ্য ছিল কমন হাইপ্রায়োরিটি তালিকাভুক্ত (সিএইচপিএল), যা যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা ভারতসহ সংশ্লিষ্ট দেশগুলোতে প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

Header Ad

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক কমিয়ে দিয়েছে আদানি

ছবি: সংগৃহীত

বাংলাদেশের কাছে প্রায় ১০ হাজার ৮৬ কোটি টাকা পাওনা ভারতের আদানি গ্রুপের। বিদ্যুৎ সরবরাহ বাবদ এই অর্থ জমে থাকার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার হুমকি দিয়েছে আদানি কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি এরই মধ্যে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে এনেছে।

বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের একমাত্র রাষ্ট্রীয় সংস্থা পাওয়ার গ্রিড কম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্রে জানা গেছে, ভারতের ঝাড়খণ্ডের গড্ডায় অবস্থিত এক হাজার ৬০০ মেগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্র থেকে আদানি গোষ্ঠী বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিনের বেলা বিদ্যুৎকেন্দ্রটি থেকে গড়ে মাত্র ৫৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে। যদিও গত বুধবার পর্যন্ত দিনে গড়ে এক হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহ করা হতো।

এদিকে বর্তমানে দেশীয় কয়লাভিত্তিক তিন বিদ্যুৎকেন্দ্র—এস আলম, রামপাল ও পায়রা বিদ্যুৎকেন্দ্র থেকেও বিদ্যুৎ উৎপাদন কমানো হয়েছে, যার ফলে বর্তমানে চাহিদার তুলনায় সরবরাহে এক হাজার মেগাওয়াটের বেশি ঘাটতি থাকছে।

সম্প্রতি আদানি পাওয়ার (ঝারখণ্ড) লিমিটেডের প্রতিনিধি ও যৌথ সমন্বয় কমিটির সভাপতি এম আর কৃষ্ণ রাও এক চিঠিতে উল্লেখ করেছেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিসি) বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে ১৭০.০৩ মিলিয়ন ডলারের জন্য প্রয়োজনীয় এলসি প্রদান করেনি এবং ৮৪৬ মিলিয়ন ডলারের (১০,০৮৬ কোটি টাকা) বকেয়াও শোধ করেনি।

তিনি উল্লেখ করেছেন, সময়মতো এলসি না দেয়া এবং বকেয়া পরিমাণ পরিশোধ না করার ফলে পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্টের আওতায় ম্যাটেরিয়াল ডিফল্ট ঘটেছে, যা আদানি পাওয়ারের সরবরাহ বজায় রাখতে বাধা দিচ্ছে। বহু বকেয়া পরিশোধ ও এলসির অভাবে আমরা কয়লা সরবরাহকারী এবং অপারেশন ও রক্ষণাবেক্ষণ কন্ট্রাক্টরদের জন্য কাজের মূলধন নিরাপদে রাখতে পারছি না। আমাদের ঋণদাতারাও সহায়তা প্রত্যাহার করছে।

আদানি তাদের চিঠিতে বিপিডিসিকে ৩০ অক্টোবর ২০২৪ তারিখের মধ্যে এই ডিফল্টগুলো সমাধানের আহ্বান জানায়। অন্যথায় ৩১ অক্টোবর ২০২৪ থেকে সরবরাহ বন্ধ করা হতে পারে বলে জানিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার পর্যন্ত আদানির বকেয়া পরিশোধ করা হয়নি। এ কারণে কেন্দ্রটির কর্তৃপক্ষ বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে।

Header Ad

বাজারে শীতকালীন সবজি, কমেছে দাম

ছবি: সংগৃহীত

নিত্যপণ্য নিয়ে অস্বস্তি কাটছেই না। মাঝেমধ্যে দু-একটি পণ্যের দাম কিছুটা কমলেও বেশিরভাগ ক্ষেত্রে ঊর্ধ্বমূল্য নিম্নআয়ের মানুষকে বেকায়দায় ফেলেছে। চড়া বাজারে সংসার চালাতেই হিমশিম খাচ্ছেন অনেকে। এ নিয়ে ভোক্তাদের অভিযোগ আর ক্ষোভের শেষ নেই।

তবে সবজির বাজারে এবার সুখবর মিলেছে। শীতের আগমনী বার্তায় বাজারে সবজির দাম কমতে শুরু করেছে। তবে আলুর দাম কেজিপ্রতি ৫ টাকা বেড়েছে। চড়া দামে আটকে আছে পেঁয়াজ। ডিম-মুরগির দামও স্থিতিশীল।

শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন সবজির মধ্যে ঢ্যাঁড়স, পটোল, ঝিঙে, চিচিঙ্গা ৫০-৬০ টাকা কেজিতে নেমেছে, যা গত সপ্তাহের চেয়ে প্রায় ২০ টাকা কম। এছাড়া বেগুন, করলা ও কাঁকরোল ৮০-১০০ টাকা ও পেঁপে ৪০ টাকায় বিক্রি হয়েছে। কিছুদিন আগেও এসব সবজির দাম ১০০ টাকার ওপরে ছিল।

বাজারে ফুলকপি ৫০ টাকা থেকে কমে ৩০ টাকা এবং লাউ ৮০-১০০ টাকা থেকে ৫০-৬০ টাকায় নেমেছে। কাঁচা মরিচের কেজি বিক্রি হচ্ছে ১২০-১৬০ টাকা দরে, দুই সপ্তাহ আগেও যা ছিল ২৫০ টাকার ওপরে।

Header Ad

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ১৯ ভারতীয় প্রতিষ্ঠান, ২ নাগরিক অভিযুক্ত
বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক কমিয়ে দিয়েছে আদানি
বাজারে শীতকালীন সবজি, কমেছে দাম
বিএনপি কেন চুপ্পুকে রাখতে চায় যুক্তি খুঁজে পাই না: ফরহাদ মজহার
লেবানন থেকে ফিরলেন আরও ৫২ বাংলাদেশি
আওয়ামী সরকারের কোনো অপকর্মে জড়িত ছিলাম না: জি এম কাদের
আজ থেকে কাঁচাবাজারেও নিষিদ্ধ পলিথিন ব্যাগ
এবার ইসরায়েলে পাল্টা হামলা চালানোর নির্দেশ খামেনির
বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদকে ছাদখোলা বাসে সংবর্ধনা
জুমার দিন ভুলেও যে পাঁচটি কাজ করা যাবে না
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমাম ও সেনা সদস্য নিহত
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৯৫, লেবাননে ৪৫
অবৈধ প্রবাসীদের বৈধ হতে ২ মাস সুযোগ দিল আমিরাত
সাবেক গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির গ্রেপ্তার
গুলিতে ঝাঁঝরা ছিল আবু সাঈদের বুক, ৬ বার পরিবর্তন করা হয় প্রতিবেদন: চিকিৎসক
এসআইবিএল থেকে ‘এস আলমের নিয়োগ দেওয়া’ ৫৭৯ কর্মকর্তা চাকরিচ্যুত
ডিজেল-কেরোসিনের দাম কমল
প্রাথমিকের তৃতীয় ধাপের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৫৩১
সাফজয়ী নারী দলকে ১ কোটি টাকা পুরস্কার দিল ক্রীড়া মন্ত্রণালয়
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর