ফিলিস্তিনি বন্দিদের আপত্তিকর ভিডিও প্রকাশ, সমালোচনার ঝড়
ছবি: সংগৃহীত
অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাস যোদ্ধা সন্দেহে গ্রেফতারকৃতদের আপত্তিকর ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) প্রকাশিত এসব ভিডিও নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা। খবর সিএনএনের।
ইসরায়েলি সেনাদের অমানবিক নির্যাতনের শিকার আটক হওয়া ফিলিস্তিনিরা। ভিডিও ফুটেজ ও ছবিতে দেখা যায়, কয়েকশ’ পুরুষকে পোশাক ছাড়া বসিয়ে রাখা হয়েছে সড়কে। হাঁটু গেঁড়ে, হাত ওপরে তুলে সারিবদ্ধভাবে বসে আছেন তারা। রাইফেল হাতে তাদেরকে চারপাশ থেকে ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। পরে তাদেরকে গাদাগাদি করে তুলে নিয়ে যাওয়া হয় ট্রাকে। তবে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
তেল আবিবের দাবি, ইসরায়েলি সেনাদের কাছে আত্মসমর্পণ করেছেন কথিত এসব হামাস যোদ্ধা। তবে ফিলিস্তিনি সূত্র জানায়, আটককৃতরা সবাই বেসামরিক। হামাসের সাথে তাদের কোনো যোগসাজশ নেই। তাদের মধ্যে সংবাদকর্মী রয়েছেন বলেও অভিযোগ উঠেছে।