মাহাথিরের শারীরিক অবস্থা কিছুটা ভালো
চিকিৎসাধীন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে এ অবস্থায় তাকে আপাতত হাসপাতালে থেকে বিশেষজ্ঞদের চিকিৎসাসেবা নিতে পরামর্শ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) মাহাথিরের মেয়ে এসব তথ্য নিশ্চিত করে সংবাদ সংস্থা রয়টার্সকে জানান।
মাহাথির দুই দশকের বেশি সময় ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। অসুস্থ হয়ে তিনি বর্তমানে দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন।
মাহাথির মোহাম্মদের মেয়ে মেরিনা এক বিবৃতিতে জানান, ৯৬ বছর বয়সী তার বাবার শারীরিক অবস্থা উন্নতির দিকে। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। ‘এমনকি মজাও করছেন’।
মাহাথির তার স্বাস্থ্যগত অবস্থা নিয়ে মানুষজনকে খুব বেশি উদ্বিগ্ন না হওয়ার জন্য অনুরোধ করেছেন বলে জানিয়েছেন তার মেয়ে মেরিনা।
বিভিন্ন দেশের নেতা ও জনগণ মাহাথিরের আরোগ্য কামনা করেছেন। এ প্রসঙ্গে মেরিনা বলেছেন, যারা মাহাথিরের দ্রুত আরোগ্য চেয়ে প্রার্থনা করেছেন, তার জন্য শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি মাহাথি ও তার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ।
গত ৮ জানুয়ারি আবার তাকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে এখন তিনি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রীর এখন কী কী শারীরিক সমস্যা রয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। মাহাথিরের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে তাঁর মুখপাত্র ও মেয়ে স্পষ্ট করে কিছু বলেননি।
এমএমএ/