নাইজেরিয়ায় ড্রোন হামলায় অন্তত ৮৫ জন নাগরিক নিহত
ছবি: সংগৃহীত
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাদুনা রাজ্যের একটি গ্রামে সেনাবাহিনীর ড্রোন হামলায় অন্তত ৮৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু মঙ্গলবার এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। সেনাবাহিনী স্বীকার করেছে, রবিবার তুদুন বিরি গ্রামে তাদের একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে।
সেনাবাহিনী হতাহতের কোনো পরিসংখ্যান না দিলেও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ৮৫ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।
ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এনইএমএ) এক বিবৃতিতে বলেছে, ‘নর্থওয়েস্ট জোনাল অফিস স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত তথ্য পেয়েছে যে এখন পর্যন্ত ৮৫টি মৃতদেহ দাফন করা হয়েছে এবং এখনও অনুসন্ধান চলছে।
এনইএমএ জানিয়েছে, আরও ৬৬ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং জরুরি কর্মকর্তারা গ্রামে পৌঁছানোর জন্য উত্তেজনা প্রশমিত করতে কমিউনিটি নেতাদের সাথে আলোচনা করছেন।
নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী প্রায়ই দেশের উত্তর-পশ্চিম এবং উত্তর-পূর্বাঞ্চলে তথাকথিত ডাকাত মিলিশিয়াদের বিরুদ্ধে লড়াইয়ে বিমান হামলার ওপর নির্ভর করে। জিহাদিরা এই অঞ্চলে এক দশকেরও বেশি সময় ধরে লড়াই করছে।