হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
টানা আটদিন ধরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। ইসরায়েলি বিমানবাহিনীর হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের অন্যতম শীর্ষ কমান্ডার মুরাদ আবু মুরাদ নিহত হয়েছেন বলে দাবি ইসরায়েলি বিমানবাহিনীর। মুরাদ গোষ্ঠীর সামরিক শাখা আল কাসেম ব্রিগেডের ড্রোন ও এরিয়াল অপারেশন্স বিভাগের প্রধান ছিলেন।
হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষে উভয়পক্ষে নিহতের সংখ্যা মোটে তিন হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ১০ হাজারের বেশি। আজ শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা ১৯০০ ছাড়িয়েছে। আহত হয়েছে ছয় হাজারের বেশি।
এদিকে ইসরায়েলি বাহিনী বলেছে, বিমান হামলায় গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত হয়েছে। হামাসের এক অপারেশনাল সেন্টারে ফাইটার জেট দিয়ে হামলা চালালে মুরাদ আবু মুরাদ নামে ওই শীর্ষ কমান্ডার নিহত হন।
তবে ইসরায়েলি বাহিনীর এ দাবি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি হামাস।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেছেন, হামাস যেন ভবিষ্যতে ইসরায়েলি বেসামরিক নাগরিকদের ওপর হামলা করতে না পারে, তা নিশ্চিত করতে তারা হামাসকে চূর্ণ করে দেওয়ার জন্য হামলা চালাবে।
ইসরায়েলি এ কর্মকর্তা বলেছেন, আমাদের লক্ষ্য পরিষ্কার। এই যুদ্ধের শেষ হবে হামাসের ধ্বংসের মাধ্যমে। তাদের সেনা কর্মক্ষমতা এমনভাবে চূর্ণ করা হবে যেন তারা আর কখনো ইসরায়েলের বেসামরিক নাগরিকদের ক্ষতি না করতে পারে।