মঞ্চে হোঁচট খেয়ে পড়লেন বাইডেন
কলোরাডো অঙ্গরাজ্যে ইউএস এয়ার ফোর্স একাডেমির স্নাতকদের সংবর্ধনা অনুষ্ঠানে মঞ্চে হোঁচট খেয়ে পড়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ ঘটনায় তিনি আহত হয়নি। তবে বিষয়টি নিয়ে রসিকতা করেছেন তিনি। খবর এএফপি’র।
বৃহস্পতিবার (১ জুন) ইউএস এয়ার ফোর্স একাডেমির স্নাতক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইডেন। সেখানেই ঘটে এ ঘটনা। এসময় নিরাপত্তা কর্মীরা ৮০ বছর বয়সী প্রেসিডেন্টকে উঠে দাঁড়াতে সাহায্য করেন।
জানা গেছে, অনুষ্ঠানে ৯২১ জন গ্রাজুয়েট ক্যাডেটের প্রত্যেকের সঙ্গে করমর্দন করতে প্রায় দেড় ঘণ্টা মঞ্চে দাঁড়িয়ে ছিলেন বাইডেন। এক গ্রাজুয়েট ক্যাডেটের সঙ্গে করমর্দন করে আসনে ফেরার সময় হোঁচট খেয়ে পড়ে যান তিনি। উঠে দাঁড়িয়ে ছোট কালো বালির ব্যাগের মতো যে বস্তুটির সঙ্গে হোঁচট খান সেটির দিকে ইঙ্গিত করেন।
এ ঘটনার পর হোয়াইট হাউসের কমিউনিকেশন ডিরেক্টর বেন লাবোল্ট টুইট করেন, বাইডেন ভালো আছেন। মঞ্চে করমর্দন করার সময় সেখানে একটি বালির ব্যাগ ছিল। সেটিতেই তিনি হোঁচট খেয়েছেন।
এদিকে সন্ধ্যায় হোয়াইট হাউজে ফিরে আসার সময় বাইডেন মজা করে বলেন, আমি বালিভর্তি ব্যাগে আটকা পড়েছিলাম।
এ ঘটনার প্রতিক্রিয়ায় ২০২৪ সালের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান নেতা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, পুরো ঘটনাটি পাগলামি। এটি অনুপ্রেরণাদায়ক নয়। আপনাকে এই নিয়ে সতর্ক থাকতে হবে।
প্রেসিডেন্ট পদে সবচেয়ে বেশি বয়সী বাইডেন ২০২৪ সালের নির্বাচনে দ্বিতীয় মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছেন।