সু চির দলের ২ কর্মীর মৃত্যুদণ্ড
অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) দুই কর্মীকে মৃত্যুদণ্ড দিয়েছেন মিয়ানমারের সামরিক আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের একজন ফিও জেয়র থাও দেশটির সাবেক আইনপ্রণেতা। মিয়ানমারের সন্ত্রাসবিরোধী আইনের অধীনে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে সরকার। শনিবার আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
শুক্রবার (২১ জানুয়ারি) ফিওয়ের সঙ্গে কিয়াউ মিন ইউ নামের আরেক কর্মীর মৃত্যুদণ্ডের কথা জানিয়েছে সামরিক সরকার। তিনি মিয়ানমারে ১৯৮৮ সালে বৃহত্তর ছাত্র আন্দোলনের সময় ভূমিকা রেখে আলোচনায় আসেন। তিনিও গত অক্টোবরের এক রাতে জান্তা বাহিনীর হাতে আটক হন।
ফিও জেয়র থাওয়ের আসল নাম মং খিউ। ২০১৫ সালে এনএলডি থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন ফিও। গত নভেম্বরে একটি বাণিজ্যিক ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সামরিক জান্তার দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর তার কাছ থেকে দুটি পিস্তল, গুলি এবং একটি এম–১৬ রাইফেল উদ্ধার করা হয়।
দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশে গত বছরের ফেব্রুয়ারি মাসে সামরিক সরকার ক্ষমতায় আসে। এরপর দেশজুড়ে সামরিক সরকারবিরোধী চলা বিক্ষোভে অন্তত দেড় হাজার মানুষ নিহত হয়েছেন।
জান্তা সরকার ক্ষমতায় আসার পর সু চির দলসহ বিভিন্ন গণতন্ত্রকামী দলের নেতা-কর্মীরা আত্মগোপনে চলে যান। দেশজুড়ে শুরু হয় ব্যাপক ধরপাকড়।
এদিকে, গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থান করে সু চির বেসামরিক সরকার উৎখাত করে জান্তা সরকার। দেশটিতে জারি করে জরুরি অবস্থা। আটক করা হয় সূ চিকে। তারপর থেকে অজ্ঞাত স্থানে রেখে জান্তার আদালতে বিচার চলছে সূ চির। এক ডজনের বেশি মামলা চলছে তার বিরুদ্ধে। এরইমধ্যে বেশ কয়েকটি মামলায় অন্তত তাকে অন্তত ছয় বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
কেএফ/