ভারতীয় যুদ্ধজাহাজে বিস্ফোরণ, ৩ নৌসেনা নিহত
ভারতীয় নৌবাহিনীর ডেস্ট্রয়ার আইএনএস রণবীরে বিস্ফোরণ হয়ে তিন নৌসেনা নিহত হয়েছেন। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকালে মুম্বাইয়ে ভারতীয় নৌবাহিনীর ডকইয়ার্ডে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, নেভাল ডকইয়ার্ড মুম্বাইয়ে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। আইএনএস রণবীরের অভ্যন্তরীণ কামরায় এ বিস্ফোরণ হয়। বিস্ফোরণে আহত তিন নৌসেনার মৃত্যু হয়েছে।
যুদ্ধজাহাজটিতে বিস্ফোরণে বড় ধরনের ভৌত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সূত্র জানায়, স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টার দিকে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের সঙ্গে অস্ত্র বা গোলাবারুদের কোনো সম্পর্ক নেই।
বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বিস্ফোরণের পরপরই জাহাজের ক্রুরা পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপরতা শুরু করেন। তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
যুদ্ধজাহাজটি সাবেক সোভিয়েত ইউনিয়নে তৈরি। ১৯৮৬ সালের ২১ এপ্রিল যুদ্ধজাহাজটি ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয়।
টিটি/