পাকিস্তান-আফগানিস্তানের তোখরাম সীমান্ত বন্ধ
পাকিস্তান-আফগানিস্তান মধ্যকার তোরখাম সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। পাকিস্তানি বর্ডার গার্ডস (পিবিজি) ও আফগানিস্তানের তালেবান সরকার দুই দেশের সীমান্তে তাদের নাগরিকদের যাতায়াত নিষিদ্ধ করেছে।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) তালেবান সরকার দুই প্রতিবেশি দেশের মধ্যে সীমান্তে উত্তেজনা বাড়ার ফলে তোরখাম সীমান্ত বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে।
তোরখাম সীমান্ত পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের একটি মূল বাণিজ্যপথ। পাকিস্তান আফগানিস্তানের আহত রোগী ও ক্রিকেটারদের কাগজপত্র ছাড়া চিকিৎসার জন্য গ্রহণ করবে না জানানোর পরই সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা।
সীমান্তের এ সমস্যা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।
খালিদ খান নামে স্থানীয় পাকিস্তানি পুলিশ কর্মকর্তা সীমান্ত বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এর আগে থেমে থেমে দুই পক্ষের মধ্যে এখানে গুলি বিনিময় হয়েছে।’
তোরখাম সীমান্তটি পাকিস্তানের উত্তরপশ্চিমের খাইবার পাখতুনওয়ালা প্রদেশের সীমান্ত। তোরখামে নিযুক্ত মোল্লা মোহাম্মদ সিদ্দিক নামে তালেবানের এক কমিশনার বলেন, ‘পাকিস্তান তাদের অঙ্গীকারের উপর স্থায়ী থাকেনি। ফলে সীমান্তটি বন্ধ করে দেওয়া হয়েছে।’
ওএফএস/