ইউক্রেন ইস্যুতে রুশ-মার্কিন বৈঠক, মেলেনি কোনো সমাধান
ইউক্রেন ইস্যুতে ন্যাটো ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় কোন সমাধান না আসার কথা জানিয়েছে রাশিয়া। তবে এখনো কূটনৈতিক সমাধান সম্ভব বলে জানিয়েছে দেশটি। এদিকে ইউক্রেন ইস্যুতে আরও উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমা দেশগুলো।
ইউরোপে আবারও যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে শঙ্কা জানিয়েছেন পোল্যান্ড। বৈঠকে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জীবনেই রাও সতর্ক করে দিয়ে বলেন, বর্তমান উত্তেজনার কারণে ইউরোপ একটি যুদ্ধের কাছাকাছি অবস্থানে রয়েছে। তবে এক্ষেত্রে তিনি রাশিয়ার নাম উল্লেখ করেননি। তিনি বলেছেন, ইউক্রেন, জর্জিয়া, মালডোভা অঞ্চলে যুদ্ধের ঝুঁকি আগের ৩০ বছরের তুলনায় অনেক বেশি।
রুশ মার্কিন বৈঠকের পর ইউরোপে যুদ্ধের সুর শোনা যাচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘের ইউরোপে নিরাপত্তা ও সহযোগিতা সংস্থায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইকেল কার্পেন্টারও। ভিয়েনায় হওয়া বৈঠকে রাশিয়া ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার (ওএসসিই) কাছে নিরাপত্তা দাবি জানিয়েছে। রাশিয়া আক্রমণ শুরু করলে কঠোর শাস্তির জন্য সতর্ক করেছেন মাইকেল কার্পেন্টার।
এদিকে যেকোন পরিস্থিতির জন্য দেশগুলোর সামরিক বিশেষজ্ঞরা প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে রয়টার্স। ইউক্রেনে দেশটির আক্রমণের সম্ভাবনা অত্যন্ত জোরালো হয়ে উঠছে বলে জানিয়েছেন হোয়াইট হাউজে নিযুক্ত মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তিনি জানান, মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা।
কেএফ/