শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬। এই নিয়ে গত ৬ দিনে দ্বিতীয়বার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হলো দেশটিতে। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর জানা যায়নি।
খবরে জানা গেছে, স্থানীয় সময় সোমবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায় ইন্দোনেশিয়ার সিনকিল শহরের দক্ষিণ-পূর্বে এ ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের উৎসস্থল ছিল শহরের ৪৮ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্ব প্রান্তে সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৮ কিমি গভীরে। আর এই ভূমিকম্পে কেঁপে উঠে উৎসস্থল থেকে ১২০ কিলোমিটার দূরের জায়গাও।
এর আগে গত ১০ জানুয়ারি ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে দেশটির মালুকু প্রদেশের তানিম্বর দ্বীপপুঞ্জে। আর এ ভূ-কম্পন অনুভূত হয় পূর্ব তাইমোরেও। ৩ থেকে ৫ সেকেন্ডের এই শক্তিশালী ভূমিকম্পের পর কমপক্ষে চারটি আফটারশক হয়। এতে কম্পন অনুভূত হয় উত্তর অস্ট্রেলিয়াতেও। সূত্র: হিন্দুস্টান টাইমস
এসআইএইচ
