নেপালে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ৬৭
নেপালের পোখারায় ৭২ আরোহী নিয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ জনে। ইয়েতি এয়ারলাইনসের এটিআর ৭২ মডেলের উড়োজাহাজটি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখারা যাচ্ছিল।
রবিবার (১৫ জানুয়ারি) দেশটির পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এর আগে সকালে কাস্কি জেলার পোখারায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। উড়োজাহাজটিতে ৬৮ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য ছিলেন বলে ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলার বরাতে কাঠমান্ডু পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রীদের মধ্যে ৫৩ জন নেপালি বলে জানা গেছে। ১৫ জন যাত্রী ছিলেন বিদেশি নাগরিক। এদের মধ্যে পাঁচজন ভারতীয়, চারজন রুশ ও দুই কোরিয়ান ছিলেন। এ ছাড়া আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা এবং ফ্রান্স থেকে একজন করে যাত্রী ছিলেন।
এ দুর্ঘটনার পর জরুরি বৈঠক ডেকেছেন দেশটির প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল। তিনি রাষ্ট্রীয় সংস্থাগুলোকে উদ্ধার অভিযানে কাজ করার আহ্বান জানান।
এসজি