চীনে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭
চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ জিয়াংজিতে সড়ক দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও ২২ জন আহত হয়েছেন।
রবিবার (৮ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৭ জানুয়ারি) নানচাং কাউন্টিতে দুপুর ১টার ঠিক আগমুহূর্তে ভয়াবহ এ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ১৭ নিহত ও ২২ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে গভীর অনুসন্ধান করা হচ্ছে।
এদিকে এ দুর্ঘটনার এক ঘণ্টা পর নানচাং কাউন্টি ট্যাফিক পুলিশের পক্ষ থেকে চালকদের জন্য একটি সতর্কতা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, এই এলাকার আবহাওয়া কুয়াশাচ্ছন্ন। দৃষ্টিসীমা খুবই কম, এতে দুর্ঘটনা ঘটার আশঙ্কা খুবই বেশি। তাই হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে সতর্কভাবে গাড়ি চালাতে বলা হয়েছে। একই সঙ্গে এক গাড়ি থেকে অন্য গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। এ ছাড়া লেন না পাল্টানো ও অন্য গাড়িকে অতিক্রম না করার পাশাপাশি পথচারী এড়িয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত মাসে মধ্য চীনে কুয়াশায় কম দৃশ্যমানতার কারণে সড়ক দুর্ঘটনা ঘটে এবং সেসময় মহাসড়কে গাড়ির স্তূপ সৃষ্টি হয়। ওই দুর্ঘটনায় একজন ব্যক্তি প্রাণ হারিয়েছিলেন।
এর আগে গত সেপ্টেম্বরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝো প্রদেশে মোটরওয়েতে একটি বাস উল্টে যাওয়ার পর ২৭ যাত্রী নিহত হয়েছিল।
এসএন