ভারতে একদিনে শনাক্ত প্রায় আড়াই লাখ
ভারতে করোনাভাইরাস সংক্রমণ আবারও ভয়ঙ্কর চেহারা নিচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৪৭ হাজার ৪১৭ জন। আগের দিনের তুলনায় শনাক্ত বেড়েছে প্রায় ৫০ হাজার। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ৯৪ হাজার ৭২০। সংক্রমণের হারও ১১ থেকে বেড়ে হয়েছে ১৩ শতাংশ।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃত্যু বাড়েনি। এ ছাড়া গত দুই দফার তুলনায় হাসপাতালে ভর্তিও তুলনামূলকভাবে কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৩৮০ জন। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৫ হাজারের বেশি।
গত কয়েকদিন ধরেই দেশে দৈনিক সংক্রমণের হার ১০ শতাংশ ছাড়াচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় তা পৌঁছে ১৩ দশমিক ১১ শতাংশে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়, গত এক সপ্তাহ ধরে দেশের ২৯টি রাজ্যের অন্তত ১২০টি জেলায় সংক্রমণের হার রয়েছে ১০ শতাংশের বেশি। সেইসঙ্গে বাড়ছে অমিক্রনে আক্রান্তের সংখ্যা। দেশে মোট অমিক্রন আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ৪৮৮ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে, ৪৬ হাজার ৭২৩ জন করোনায় সংক্রমিত। দ্বিতীয় স্থানে থাকা দিল্লিতে তা সাড়ে ২৭ হাজার ছাড়িয়েছে। পশ্চিমবঙ্গে আক্রান্ত ২২ হাজার ১৫৫ জন।
এসএ/